Virender Sehwag: সহবাগকে দল থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছিলেন চ্যাপেল, কী করেছিলেন নজফগড়ের নবাব?
Virender Sehwag On Greg Chappell: সচিন তেন্ডুলরকে ২০০৭ বিশ্বকাপের ছয় মাস আগে আচমকাই অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভিভি এস লক্ষ্মণ, হরভজন সিংহের দলে স্থায়ীত্ব ছিল না।

নয়াদিল্লি: প্রায় ১১ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। কিন্তু এখনও ভারতীয় ক্রিকেটের কথা উঠলেই বীরেন্দ্র সহবাগের কথা উঠবেই। টেস্টে তাঁর মত বিস্ফোরক ওপেনার এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটে আসেনি। সুনীল গাওস্করের পরবর্তী সময়ে টেস্টে ভারতের সেরা ওপেনার মানা হয় বীরুকে। এবার সহবাগই মুখ খুললেন গ্রেগ চ্যাপেল অধ্যায় নিয়ে। যে অধ্যায় ভারতীয় ক্রিকেটের কালো অধ্যায় নামেই পরিচিত। সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। সচিন তেন্ডুলরকে ২০০৭ বিশ্বকাপের ছয় মাস আগে আচমকাই অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভিভি এস লক্ষ্মণ, হরভজন সিংহের দলে স্থায়ীত্ব ছিল না। সেই কোপে পড়তে হয়েছিল সহবাগকেও।
এক সাক্ষাৎকারে সহবাগ জানিয়েছেন, ''গ্রেগ চ্যাপেলের শব্দ আমাকে আঘাত করেছিল। আমি সেই সময় রান করতে পারছিলাম না সেভাবে। সে আমাকে বলেছিলেন যে আমি যদি ফুটওয়ার্ক ঠিক করতে না পারি, তবে আন্তর্জাতিক ক্রিকেটে রান করতে পারব না। আমি গ্রেগকে পাল্টা বলেছিলাম তখন যে আমি টেস্টে ৬ হাজার রান করেছিলাম ৫০ এর মত গড়ে। যদিও তিনি আমার কথাতে পাত্তাই দেননি। এমনকী তাঁর সঙ্গে আমার ঝামেলা লেগে গিয়েছিল। সেই সময় রাহুল দ্রাবিড় আমাদের অধিনায়ক ছিলেন। তিনি এসে ঝামেলা মেটান।''
এরপর নজফগড়ের নবাব আরও বলেন, ''আমি পরের দিন অনুশীলনে গিয়েছিলাম যখন তখন ফের আমাকে ফুটওয়ার্ক নিয়ে কথা শুনিয়েছিল গ্রেগ। আমাকে এমনও বলেছিল যে রান না পেলে দল থেকে বাদ দিয়ে দেবে ওঁ। আমার তখন এমনই বলতে ইচ্ছে করছি যে যা খুশি করে নিন আপনি। একজন ব্যাটার ব্যাট করতে যাওয়ার আগে তাঁর কোচের থেকে যদি এমন কিছু শোনে, কেমন লাগবে তাঁর?''
সেই ঘটনার পরের ইনিংসে বীরেন্দ্র সহবাগের ব্যাট থেকে এসেছিল ১৮৪ রানের ইনিংস। তিনি বলছেন, ''আমি সেদিন লাঞ্চের আগেই ৯৯ রান করে ফেলেছিলাম। মধ্যাহ্নভোজের পর ফিরে এসেছে আমি টানা ব্যাটিং করে ১৮৪ রানে আউট হয়েছিলাম। ড্রেসিংরুমে ফিরে আমি চ্যাপেলের উদ্দেশে তাকিয়ে বলেছিলাম ফুটওয়ার্ক যেমনই হোক না কেন, আমি জানি কীভাবে রান করতে হয়।''
টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সহবাগ দেশের জার্সিতে ১০৪ টেস্টে ৮৫৮৬ রান করেছেন। তিনবার টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছেন তিনি। ওয়ান ডে ফর্ম্য়াটে ২৫১ ম্য়াচে ৮২৭৩ রান করেছেন।




















