Watch Rahul Dravid Farewell: অবিস্মরণীয় 'ফেয়ার-ওয়াল', বিশ্বজয়ের পর বিদায়ী ভাষণে আবেগঘন রাহুল দ্রাবিড়
Rahul Dravid emotional speech: রাহুল দ্রাবিড়ের মতে রান, উইকেটসংখ্যা নয়, বরং এই স্মৃতিগুলিই চিরস্থায়ী হয়।
বার্বাডোজ: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেটে কোচ দ্রাবিড় জমানারও অবসান ঘটেছে। এটিই কোচ হিসাবে তাঁর শেষ টুর্নামেন্ট ছিল বলে আগেই জানিয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি আর কোচের পদে আবেদন করবেন না। দ্রাবিড়ের শেষটা বিশ্বকাপ জিতে স্বপ্নের মতোই হয়েছে। বিশ্বজয়ের পর ভারতীয় দলের (Indian Cricket Team) সাজঘরে তাঁর ভাষণে খানিকটা আবেগঘনই হয়ে পড়লেন কিংবদন্তি।
বিগত বছরে দুই দুইবার একেবারে তীরে এসে তরী ডুবেছিল টিম ইন্ডিয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ৫০ ওভারেপ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু অবশেষে রোহিত শর্মার হাতে উঠেছে কাপ। যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অধিনায়ক দ্রাবিড়কে চরম হতাশা নিয়ে ফিরতে হয়েছিল, সেখানেই কোচ দ্রাবিড়ের হাতে উঠল বিশ্ব খেতাব। সদ্যই বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়ের ভারতীয় সাজঘরে ভাষণের একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে দ্রাবিড়কে এই বিশ্বজয়ের জন্য দলের সকলকে কৃতজ্ঞতা জানাতে শোনা যায়।
𝗧𝗵𝗲 𝘂𝗻𝗳𝗼𝗿𝗴𝗲𝘁𝘁𝗮𝗯𝗹𝗲 𝗙𝗮𝗿𝗲-𝗪𝗔𝗟𝗟! 🫡
— BCCI (@BCCI) July 2, 2024
The sacrifices, the commitment, the comeback 🏆
📽️ #TeamIndia Head Coach Rahul Dravid's emotional dressing room speech in Barbados 👌👌 #T20WorldCup pic.twitter.com/vVUMfTZWbc
তিনি বলেন, 'আমার কাছে নিজের অনুভব প্রকাশ করার মতো শব্দ নেই। তবে আমায় এই স্মরণীয় সফরের অংশ করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।' দ্রাবিড়ের মতে রান, উইকেটসংখ্যা নয়, বরং এই স্মৃতিগুলিই চিরস্থায়ী হয়। 'কেরিয়ারে কত রান করলাম, উইকেট নিলাম, সেইগুলি মনে থাকবে না। আমার মতে মনে থাকবে এই স্মৃতিগুলো। আমি তোমাদের জন্য গর্বিত। তোমরা যেমনভাবে হার না মেনে লড়াই করেছো, যেভাবে আমরা দল হিসাবে খেলেছি, সবকিছুর জন্য গর্বিত।' যোগ করেন বিদায়ী ভারতীয় কোচ।
ভারতীয় ক্রিকেটাররাও কিন্তু রাহুলকে বিশ্বজয়ের পর প্রশংসায় ভরিয়েছিলেন 'ওঁ বিগত ২০-২৫ বছর ধরে ভারতীয় দলের হয়ে যা করেছে, তারপর বাকি বলতে শুধু এই জয়টাই ছিল। গোটার দলের তরফে আমি বলছি যে ওঁকে এভাবে বিদায় জানাতে পেরে, আমি খুবই খুশি। ওঁর জন্য এটা করতে পারাটা বিশাল আনন্দদায়ক।' বলেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বজয় দিয়ে দ্রাবিড়-জমানার মধুরেণ সমাপয়েৎ ঘটল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতে রোহিতদের দেশে ফেরার আগেই জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিল আরেক টিম ইন্ডিয়া