Virat Kohli: শেষবার কবে বিরাট, রোহতিকে ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া?
Virat Kohli And Rohit Sharma: সেই ম্য়াচে চোটের জন্য রোহিত ও বিরাট দুজনেই খেলেননি। রোহিত সেই সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য কোনও ম্য়াচেই খেলতে পারেননি।

মুম্বই: মাত্র পাঁচদিনের ব্যবধানে পরপর ২ তারকা ক্রিকেটারের অবসর। ভারতীয় ক্রিকেটের ২ স্টলওয়ার্ট। রোহিত শর্মার পর বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ২ জনই। আসন্ন ইংল্যান্ড সফরে গৌতম গম্ভীরের কোচিংয়ে যে ভারতীয় দল পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাবে, সেখানে দেখা যাবে না রোহিত ও বিরাট দুজনকেই। দুই অভিজ্ঞ ক্রিকেটারের এত গুরুত্বপূর্ণ একটা সিরিজে না থাকাটা নিঃসন্দেহে কিছুটা ব্যাকফুটে ফেলে দিতে পারে তরুণ ভারতীয় শিবিরকে।
এর আগে শেষবার কবে রোহিত ও বিরাটকে ছাড়াই টেস্ট ক্রিকেটে ভারতীয় দল খেলতে নেমেছিল? খুব বেশিদিন আগে নয়, আজ থেকে তিন বছর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় ম্য়াচে জোহানেসবার্গে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্য়াচে চোটের জন্য রোহিত ও বিরাট দুজনেই খেলেননি। রোহিত সেই সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য কোনও ম্য়াচেই খেলতে পারেননি। তখনও কোহলিই ভারতীয় দলের অধিনায়ক। সেই ম্য়াচে কোহলির অনুপস্থিতিতে কে এল রাহুল নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় দলকে। সেই ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পারেনি টিম ইন্ডিয়া। ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের তৃতীয় টেস্টে ফিরে এসেছিলেন বিরাট। কিন্তু এরপরই অধিনায়কত্ব ছেড়ে দেন। রোহিতকে বিসিসিআই অধিনায়ক হিসেবে নিযুক্ত করে এরপর।
গত তিন বছর টেস্টে অধিনায়ক থাকার পর পাঁচদিন আগে রোহিত শর্মা নিজের সোশ্য়াল মিডিয়া পােস্টে লাল বলের ফর্ম্য়াটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন। বিরাটও সেই একই পথে হাঁটলেন। এর আগে টি-টোয়েনেটি বিশ্বকাপের জয়ের পর গত বছর বিরাট মাঠ থেকেই কুড়ির ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। রোহিত তার কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠকে এসে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করেন।
ইংল্যান্ড সফরের দল নির্বাচনের অনেক আগেই অবসর ঘোষণা করলেন কোহলি। যাতে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা বিকল্প ক্রিকেটার খুঁজে নেওয়ার যথেষ্ট সময় পায়। শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের পাশাপাশি শ্রেয়স আইয়ার, সাই সুদর্শনরা ভারতের টপ অর্ডারে সুযোগ পেতে পারেন। এমনকী, বিরাটের অনুপস্থিতিতে তিন নম্বরে চেতেশ্বর পূজারাকে ফেরানো হবে কি না, তা নিয়েও চর্চা চলছে। অজিঙ্ক রাহানেও রয়েছেন। তবে তাঁকে নিয়ে হয়ত আর জাতীয় দল এই মুহূর্তে ভাবতে চাইছে না।
আরও পড়ুন: ছোটবেলায় স্বপ্ন দেখা একটা ছেলে লাল বলের ফর্ম্য়াটে কিংদন্তি হয়ে উঠেছে: রাজকুমার শর্মা




















