WI vs ENG T20I: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে ওয়েস্ট ইন্ডিজ় দলে ফিরলেন নাইট তারকা, নির্বাসিত ফাস্ট বোলার
Alzarri Joseph: আলজ়ারি জোসেফ তাঁর বিতর্কিত কাণ্ডের পর অধিনায়ক শাই হোপ এবং তাঁর সতীর্থদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন বলেই জানান।
সেন্ট জনস: টানটান ওয়ান ডে সিরিজ়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ় (WI vs ENG T20I)। এবার লড়াই বিশ ওভারের। প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দলের ঘোষণা করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়। এই সিরিজ়ের জন্য ক্যারিবিয়ান দলে একগুচ্ছ তারকার প্রত্যাবর্তন ঘটল। এঁদের মধ্যে অন্যতম হলেন আন্দ্রে রাসেল (Andre Russell)।
ঘরের মাঠে ৫০ ওভারের সিরিজ়ে তো জয় এসেইছে, বিশ ওভারের সিরিজ়েও কিন্তু সেই লক্ষ্যেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ়। উপরন্তু, বিগত চারটি টি-টোয়েন্টি ম্যাচে ঘরের মাঠে হারের মুখ দেখেনি ক্যারিবিয়ান দল। তাই ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিনই হবে। আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আকিল হোসেনের মতো তারকারা ক্রিকেটাররা এই সিরিজ়ে জাতীয় দলে ফিরেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ়ের শক্তি যে অনেকটাই বেড়েছে, তা বলাই বাহুল্য।
তবে এই প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু নেই আলজ়ারি জোসেফ (Alzarri Joseph)। তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। ওয়ান ডে সিরিজ়ের শেষ ম্যাচে মাঠেই ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝামেলায় জড়িয়ে মাঠ ছেড়েছিলেন জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলিং ইনিংসের চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। অধিনায়ক শাই হোপের ফিল্ডিং সাজানোয় সহমত হননি জোসেফ। ওভারের চতুর্থ বলে তাই জর্ডন কক্সের উইকেট নিলেও কোনও উচ্ছ্বাস দেখাননি তিনি। বরং হোপের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান তিনি। এরপরেই ওভার শেষ করে সোজা গট গট করে মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান তিনি। পঞ্চম ওভারে একজন ফিল্ডার কম নিয়েই ওয়েস্ট ইন্ডিজ় খেলা চালিয়ে যায়।
পরের ওভারেই মাঠে ফিরলেও আবার বোলিং করতে তাঁকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়। এই ঘটনায় কোচ স্যামি নিজের ক্ষোভ সর্বসমক্ষেই জানিয়েছিলেন। সেই ঘটনার জেরেই নির্বাসিত হয়েছে তাঁকে। আলজ়ারি জোসেফ অবশ্য এই ঘটনার পর অধিনায়ক হোপ এবং তাঁর সতীর্থদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন বলেই জানান। তবে তাতে নির্বাসন এড়ানো যায়নি।
আলজ়ারি জোসেফের বদলে এই সিরিজ়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের দলে ডাক পেয়েছেন মিডিয়াম পেসার ম্যাথিউ ফর্ডে। তিনি ওয়ান ডে সিরিজ়ের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। তাঁকেই তাই জোসেফের বদলি হিসাবে বেছে নেওয়া হয়েছে। দলের কোচ ড্যারেন স্যামি আশাবাদী যে তাঁর বাছাই করা দল জয়ের জন্য আগ্রাসী ক্রিকেট খেলতে সক্ষম।
🚨BREAKING NEWS🚨
— Windies Cricket (@windiescricket) November 8, 2024
CWI name the T20I squad against England in The Rivalry, Nov 9 - 17.💥#TheRivalry | #WIvENG pic.twitter.com/VPxFGlAf7h
পাঁচ ম্যাচে টি-২০ সিরিজ়ের প্রথম দুই ম্যাচ বার্বাডোজ় এবং শেষ তিন ম্যাচ সেন্ট লুসিয়াতে আয়োজিত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: যেখানে সিলিন্ডার বিলি করতেন বাবা, সেখানেই বিলাসবহুল বাড়ি কিনলেন রিঙ্কু সিংহ