Will Pucovski Retirement: বারবার চোটে কাহিল, মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন পুকোভস্কি
Australian Cricketer Will Pucovski: ২০২১ সালে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে অভিষেক হয় পুকোভস্কির। প্রথম ইনিংসে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন।
সিডনি: ২৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল। আর ২৬ বছরেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কি। এর থেকে দুর্ভাগ্যজনক বোধহয় আর কিছু হতে পারে না একজন ক্রিকেটারের কাছে। কিছুটা পরিস্থিতির জন্যই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে পুরোভস্কি। বারবা চোট আঘাতের কবলে পড়তে হচ্ছিল পুকোভস্কিকে। মাথায় মাঝে মাঝেই চোট পেয়ে কনকাশন হত তাঁর। এরপর মানসিকভাবেও ক্লান্ত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন পুকোভস্কি।
উল্লেখ্য, ২০২১ সালে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে অভিষেক হয় পুকোভস্কির। প্রথম ইনিংসে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন। তবে সেই ম্য়াচেই চোট পান উইল। পরে আর সেই সিরিজে মাঠে নামতে পারেননি পুকোভস্কি। ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়ার হয়ে ভাল পারফর্ম করলেও বারবার চোট আঘাত ব্যাঘাত ঘটাচ্ছিল কেরিয়ারে। গত মার্চে একটি বল হেলমেটে লাগার পর কনকাশন সমস্যায় পড়েন পুকোভস্কি। এরপর আর মাঠে নামতে পারেননি। এমনকী চোটের জন্য লেস্টারশায়ারের হয়ে চুক্তি থেকেও বিরত থাকতে হয় তাঁকে। পুকোভস্কির আন্তর্জাতিক ক্রিকেটে ১টি টেস্টে মােট ৭২ রান সংগ্রহে। সেই ম্য়াচে ডেভিড ওয়ার্নারের সঙ্গেই ওপেনে নেমেছিলেন পুকোভস্কি। ২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর ৩৬ ম্য়াচে ৫৭ ইনিংসে ৪৫.১৯ গড়ে ২৩৫০ রান করেছিলেন। ৭টি শতরান ও ৯টি অর্ধশতরান ছিল ঝুলিতে।
এদিকে, বৃহস্পতিবারই অবসর ঘোষণা করলেন ক্যারিবিয়ান ক্রিকেটার শ্যানন গ্যাব্রিয়েল। ৩৬ বছরের ক্যারিবিয়ান পেসার বৃহস্পতিবার নিজের সোশ্য়াল মিডিয়ায় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ক্যারিবিয়ান পেসার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮৬টি ম্য়াচ খেলেছেন। তার মধ্যে বেশিরভাগ ম্য়াচই খেলেছেন গ্যাব্রিয়েল টেস্ট ফর্ম্য়াটে। তুলনায় ওয়ান ডে কেরিয়ার বেশি দীর্ঘায়িত হয়নি গ্যাব্রিয়েলের। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে মাত্র ২টো ম্য়াচই খেলেছেন এই ডানহাতি পেসার। বৃহস্পতিবার নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করা পোস্ট করেছেন গ্যাব্রিয়েল। তিনি লিখেছেন, ''গত ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। নিজের পছন্দের খেলার সর্বোচ্চ মঞ্চে পারফর্ম করেছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছিলাম। এটাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে কথায় আছে, সব ভাল জিনিসের একটা শেষ থাকে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি।''