(Source: ECI/ABP News/ABP Majha)
Women's Asia Cup 2024: এশিয়া কাপের মাঝেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা বোলার
Shreyanka Patil: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শ্রেয়াঙ্কা পাতিল। তাঁর বাঁ-হাতের আঙুলে চিড় ধরেছে।
মুম্বই: রমরমিয়ে চলছে মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2024) আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স যে কোনও দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তবে টুর্নামেন্টের মাঝেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। গোটা এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil)।
ভারতীয় দল পাকিস্তান হারিয়ে টুর্নামেন্টের শুরুটাও ভাল করেছে। শুক্রবার সেই ম্যাচেই হাতে চোট পান শ্রেয়াঙ্কা পাতিল। ফিল্ডিং করার সময় বাঁ হাতে চোট পান শ্রেয়াঙ্কা। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে শ্রেয়াঙ্কার হাতের আঙুলে চিড় ধরেছে এবং সেই কারণেই তিনি এশিয়া কাপে আর অংশগ্রহণ করতে পারবেন না। মেডিক্যাল দলের সদস্যদের সঙ্গে কথা বলেই পরবর্তীতে শ্রেয়াঙ্কার যাতে কোনওরকম সমস্যা না হয় এবং তিনি যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার মাঠে নামতে পারেন, তাই তাঁকে আপাতত মাঠের বাইরেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।
🚨 NEWS 🚨: Shreyanka Patil ruled out of Women’s Asia Cup T20, 2024
— BCCI Women (@BCCIWomen) July 21, 2024
The Women’s Selection Committee has named Tanuja Kanwer as a replacement for Shreyanka Patil.
More Details 🔽 #WomensAsiaCup2024 | #ACC | #TeamIndiahttps://t.co/IaWYtvyQuN
শ্রেয়াঙ্কার পরবর্তে নতুন খেলোয়াড়ের নামও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। শ্রেয়ঙ্কার বদলে তনুজা কানওয়ারকে (Tanuja Kanwer) দলে সুযোগ দেওয়া হয়েছে। তিনিও শ্রেয়াঙ্কার মতোই স্পিন বোলিং করেন। তবে ডান হাতি নয়, তুনজা বাঁ-হাতি স্পিনার।
তরুণ তনুজা শ্রেয়াঙ্কার পরিবর্তে সরাসরি ভারতীয় একাদশেও সুযোগ পেয়ে গিয়েছেন। রবিবার, ২১ জুলাই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতীয় একাদশেও সুযোগ পান তনুজা। এই ম্য়াচের মাধ্যমেই নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটাচ্ছেন বছর ২৬-র তরুণী। ম্যাচের আগে রেণুকা সিংহের হাত থেকে ভারতের ক্যাপ পান তনুজা। স্বভাবতই জাতীয় দলের জার্সি চাপিয়ে তিনি উচ্ছ্বসিত।
A moment to cherish! ☺️
— BCCI Women (@BCCIWomen) July 21, 2024
Tanuja Kanwer is all smiles as she makes her #TeamIndia debut & receives her cap 🧢 from Renuka Singh Thakur 👏 👏
Follow The Match ▶️ https://t.co/fnyeHav1sS#WomensAsiaCup2024 | #ACC | #INDvUAE pic.twitter.com/cXt7sn6cbj
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রিচা, হরমনপ্রীতের দাপটে মহিলাদের এশিয়া কাপে নতুন ইতিহাস ভারতের, আমিরশাহির টার্গেট ২০২