(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs IRE, WT20: ৫ রানে পরাজিত আয়ার্ল্যান্ড, বিশ্বকাপের শেষ চারে পৌঁছল ভারত
India vs Ireland, Women T20 WC 2023: এই ম্যাচ জিতলেই ভারতীয় দল চলতি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলবে।
LIVE
Background
গাইবেরখা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ ফের নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team)। আজ হরমনপ্রীতদের সামনে আয়ার্ল্যান্ড (India vs Ireland)। প্রথম ২ ম্যাচে পরপর পাকিস্তান (Pakistan) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। তাই আইরিশদের বিরুদ্ধে বড় জয় চাইছে হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনী।
১৫২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানই বোর্ডে তুলতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের ফলে ইংল্যান্ড গ্রুপ ২-তে শীর্ষে রয়েছে। ভারত তিন ম্যাচের দু'টো জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান এই একই গ্রুপে চার নম্বরে রয়েছে। তিন ম্যাচ খেলে একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান দল। চার ম্যাচে দুইটিতে জিতে গ্রুপে তিন নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই পরিস্থিতিতে ভারত যদি আয়ার্ল্যান্ডের কাছে পরাজিত হয়, সেক্ষেত্রে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুোই দলের পয়েন্টই সমান থাকবে। তবে রান রেটের বিচারে ভারত সেমিতে পৌঁছে যেতে পারে। তবে পুরোটাই নির্ভর করেছ অঙ্কের ওপর।
পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছতে হলে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। অন্যদিকে ভারতকেও তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে হারতে হবে।
T20 Women WC Live Score: ভেস্তে গেল ম্যাচ
বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ। ৮.২ ওভারে আয়ার্ল্যান্ডের স্কোর ছিল ৫৪/২। এই পরিস্থিতিতে বৃষ্টির জেরে ম্যাচ থামাতে হয়। এরপর আর মাঠে ফেরা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী আয়ার্ল্যান্ড প্রয়োজনীয় রানের থেকে ৫ রান পিছিয়ে থাকায় ভারতই ম্যাচ জিতল। এই জয়ের সুবাদে বিশ্বকাপের শেষ চারেও পৌঁছে গেল ভারত।
T20 Women's WC 2023: বৃষ্টিতে বন্ধ খেলা
বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ রয়েছে। ৮.২ ওভার শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ৫৪/২। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী আইরিশরা বর্তমানে পাঁচ রানে পিছিয়ে রয়েছে।
T20 Women WC Live Score: দুই সাফল্য
নতুন বল হাতে ফের একবার ভারতের হয়ে শুরুটা দুরন্তভাবে করলেন রেণুকা সিংহ। প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন তিনি। ইনিংসের প্রথম বলেই অ্যামি হান্টার ১ রানে রান আউট হন। এরপর ওর্লা প্রেন্ডারজাস্টকে শূন্য রানে আউট করেন রেণুকা। ৪ ওভার শেষে আইরিশদের স্কোর ২৩/২।
T20 Women's WC 2023: আয়ার্ল্যান্ডের টার্গেট ১৫৬
আয়ার্ল্যান্ডকে ১৫৬ রানের টার্গেট দিল ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলল ভারত। ইনিংসের শেষ বলে ১৯ রানে স্টাম্প আউট হন জেমাইমা রডরিগেজ।
T20 Women WC Live Score: মান্ধানার অর্ধশতরান
আইরিশদের বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ৪০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। স্মৃতির ব্যাটে ভর করেই ভারত ১৫তম ওভারে শতরানের গণ্ডি পার করল। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাট হাতে তেমন প্রভাবিত করতে পারেননি হরমনপ্রীত কৌর। এই ম্যাচে তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০৫/১।