IND vs PAK, WT20: চাপের মুখে দুরন্ত অর্ধশতরান জেমাইমার, পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ভারত
India vs Pakistan, Women T20 WC 2023: দুর্ভাগ্যবশত ভারতীয় দল এই ম্যাচে তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে চোটের কারণে পাচ্ছে না।
LIVE
Background
কেপ টাউন: আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2023) কেপটাউনে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) শিবির। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ যে টুর্নামেন্টের শুরুতেই আলাদা একটা মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।
ভারত-পাকিস্তানের মহিলাদের মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে ভারতীয় দলই। এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটে ভারত মোট ২১ ম্যাচে জিতেছে। পাকিস্তান ৩ ম্যাচে জিতেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০টি ম্যাচ জিতেছে ভারত ৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ৪ ম্যাচ জিতেছে ভারত। ২টো ম্যাচ জিতেছে পাকিস্তান। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ৪ বার জিতেছে ভারত। একবার জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচটিতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত এই বছরই অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জিতেছে।
তবে দুর্ভাগ্যবশত ভারতীয় দল এই ম্যাচে তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে চোটের কারণে পাচ্ছে না।
IndW vs PakW, T20 WC: সাত উইকেটে জয়
অপরাজিত ৫৮ রানের পার্টনারশিপে ভারতকে জয় এনে দিলেন রিচা ও জেমাইমা। জেমাইমা ৫৩ ও রিচা ৩১ রানে অপরাজিত রইলেন।
T20 Women's WC 2023: শতরানের গণ্ডি পার
১৬ রানে হরমনপ্রীত আউট হলেও ভারতের হয়ে একদিক ধরে রেখেছেন জেমাইমা। ১৫ ওভারে শতরানের গণ্ডি পেরল ভারত। বর্তমান স্কোর ১০৩/৩। জেমাইমা ৩৩ ও রিচা ৩ রানে ব্যাট করছেন।
IndW vs PakW, T20 WC: আগ্রাসী ব্যাটিং
জেমাইমা-হরমনপ্রীতের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত জয়ের দিকে এগোচ্ছে ভারতীয় দল। জেমাইমা ২৫ ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত ১৬ রানে ব্যাট করছেন। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৯২/২। জয়ের জন্য সাত ওভারে আর ৫৮ রানের প্রয়োজন।
T20 Women's WC 2023: দুরন্ত ক্যাচ
সিদরা আমিন বাউন্ডারি লাইনে এক অনবদ্য ক্যাচ নিয়ে ৩৩ রানে সাজঘরে ফেরালেন শেফালি ভার্মাকে। ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। জয়ের জন্য ৬৫ বলে ভারতের ৮৫ রানের প্রয়োজন, হাতে রয়েছে আট উইকেট।
IndW vs PakW, T20 WC: পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৩ রান তুলল ভারত। ইয়াস্তিকা ১৭ রানে আউট হলেও, শেফালি ভার্মা ২৫ রানে ও জেমাইমা দুই রানে ব্যাট করছেন।