U19 Womens T20 World Cup: অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড দ্বৈরথ?
INDW vs ENGW: সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ রানে ও বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতের মেয়েরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় এসেছিল।

কুয়ালালামপুর: অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (U19 Womens T20 World Cup) সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। আজ শেষ চারের দ্বৈরথে ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও ম্য়াচ হারেনি অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে ওঠার পথে আয়োজক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল নিকি প্রসাদের দল। এর আগে সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ রানে ও বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতের মেয়েরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল স্মৃতি, হরমনপ্রীতদের উত্তরসূরিরা। এক নজরে দেখে নেওয়া যাক আজ সেমিফাইনাল ম্য়াচটি কখন, কোথায় দেখবেন---
কাদের ম্যাচ?
অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্য়াচ
কোথায় হবে এই ম্যাচ?
এই ম্য়াচটি হবে কুয়ালালামপুরের ব্যুমস ওভালে
কখন শুরু হবে ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ?
শুক্রবার, অর্থাৎ ৩১ জানুয়ারি ভারতীয় সময় দুপুর ১২ থেকে ম্যাচ শুরু, টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ১১.৩০ টায় হবে
কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড ম্যাচ?
অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। হটস্টারে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা
চলতি টুর্নামেন্টেই ইতিহাস রচনা করেছেন ভারতের ওপেনার গঙ্গোদি তৃষা। স্কটিশদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। তিনিই প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে ৫৩ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় ওপেনার তৃষা। ১৮তম ওভারে স্কটল্যান্ডের স্পিনার ম্যাসেইরার বলে এক রান নিয়েই নিজের শতরান সম্পূর্ণ করেন তৃষা। নিজের ইনিংসে ১৩টি চার মারার পাশাপাশি চারটি লম্বা ছক্কাও হাঁকান তৃষা।
১১০ রানের এই ইনিংসের সুবাদে তৃষা চলতি অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন। পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত তাঁর মোট সংগ্রহ ২৩০ রান। আগামী ম্যাচগুলিতে ভারতীয় ওপেনার যদি আর ৬৮ রান করতে পারেন, তাহলে তিনি শ্বেতা শেরাওয়াতের রেকর্ড ভেঙে এক অনূ্র্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বাধিক রান করার মালিক হয়ে যাবেন।




















