(Source: ECI | ABP NEWS)
WTC Final 2025: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই বুমরার রেকর্ড ভেঙে দিতে পারেন কামিন্স
Pat Cummins: চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে সর্বাধিক উইকেটের মালিক। ভারতীয় পেসার ১৫ ম্য়াচে ৭৭ উইকেট ঝুলিতে পুরেছেন এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Test Championship Final 2025) আগামী ১১ জুন মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (South Africa vs Australia)। আইপিএলের মঞ্চ থেকে এবার লাল বলের ফর্ম্য়াটে ফের একবার ২২ গজে নামতে চলেছেন বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ রয়েছে কামিন্সের সামনে। তবে লর্ডসে নিজের ব্যক্তিগত মাইলস্টোনের সামনেও দাঁড়িয়ে আছেন অজি পেসার।
এখনও পর্যন্ত ৬৭ টেস্ট ম্য়াচে ২৯৪ উইকেট ঝুলিতে পুরেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি আর ৬ উইকেট নিতে পারেন, তবে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে তিনশো উইকেটের মালিক হবেন কামিন্স। ইংল্যান্ডের মাটিতে ১১ টেস্টে ৫১ উইকেট ঝুলিতে পুরেছেন। লর্ডসের ২২ গজে কামিন্স প্রোটিয়া ব্যাটারদের সামনে নিঃসন্দেহে ত্রাস হয়ে উঠতে পারেন।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে সর্বাধিক উইকেটের মালিক। ভারতীয় পেসার ১৫ ম্য়াচে ৭৭ উইকেট ঝুলিতে পুরেছেন এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে। কামিন্স অন্যদিকে ১৭ ম্য়াচ খেলে মোট ৭৩ উইকেট ঝুলিতে পুরেছেন। অজি পেসার এই বিষয়েও বুমরাকে টপকে দিতে পারেন। অন্য়দিকে মিচেল স্টার্কও রয়েছেন এই তালিকায়। এখনও পর্যন্ত ৭২ উইকেট ঝুলিতে পুরেছেন বাঁহাতি অজি পেসার।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি বলছেন, ''এই দলের অনেক প্লেয়ার আছে, যাঁরা আগেও অনেক আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া অস্ট্রলিয়ার ক্রিকেটের ইতিহাসে বহু সোনালী অধ্যায়ের সাক্ষী থেকে বহু ক্রিকেটার। আগের প্রজন্মকে দেখেও এখনও অনেকে উদ্বুদ্ধ হয়েছে। সেখান থেকেই তারা ট্রফি জয়ের জন্য আরও বেশি উৎসাহী হয়ে উঠেছে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দারুণ পারফর্ম করবে অজি শিবির।''
ম্য়াচের অনফিল্ড দুজন আম্পায়ার হলেন ইংল্য়ান্ডের রিচার্ড ইলিংওর্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গাফানে। আগামী ১১ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ক্রিকেটার হিসেবে নয়। ম্য়াচ পরিচালনার দায়িত্বে যাঁরা থাকবেন তাঁদের নাম ঘোষণা করেছে আইসিসি সম্প্রতি। সেখানেই নাম রয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ ও নীতীন মেনন। শ্রীনাথকে ম্য়াচ রেফারি ও নীতীন মেননকে চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
আইপিএলে খেলার পর এবার টেস্টের আঙিনায় খেতাবি লড়াইয়ে নামবেন কামিন্স, স্টার্ক, ইয়েনসেনরা।




















