WTC Final 2023: ক্রমশই চাপ বাড়ছে ভারতের, চতুর্থ দিনের লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ২০১/৬
IND vs AUS: প্রথম সেশনে ভারতীয় দল দুই উইকেট নিলেও ৭৮ রান যোগ করল অস্ট্রেলিয়া।
লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুটা দুর্দান্তভাবে করলেও, ভারতীয় বোলাররা তার লাভ তুলতে ব্যর্থ। লাঞ্চের আগেই দু'শো রানের গণ্ডি পার করে ফেলল অস্ট্রেলিয়া। লাঞ্চে অজিদের স্কোর ২০১/৬। বর্তমানে অস্ট্রেলিয়া ৩৭৪ রানে এগিয়ে রয়েছে।
চাপে ভারত
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ১২৩ রান। চতুর্থ দিনে ম্যাচ জেতার কোনওরকম আশা জিইয়ে রাখতে হলে ভারতীয় দলকে দ্রুত উইকেট নিতে হত। শুরুটা সেইভাবেই করে টিম ইন্ডিয়া। দিনের একেবারে গোড়ার দিকে মার্নাস লাবুশেনকে ৪১ রানে আউট করেন উমেশ যাদব। তারপরে ক্রিজে ক্যামেরন গ্রিনকে সঙ্গ দিতে আসেন অ্যালেক্স ক্যারি। দুই তারকা মিলে ৪৩ রান যোগও করেন। ক্যামেরন গ্রিন ও ক্যারিকে সেট দেখাচ্ছিল। তবে হঠাৎই ছন্দপতন। রবীন্দ্র জাডেজার একটি বল ঠিকঠাক বুঝতে না পারায় বোল্ড হন গ্রিন। বল তাঁর হাতে লেগে উইকেট ভেঙে দেয়।
গ্রিন আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৬৭ রানের বিনিময়ে ছয় উইকেট। এই পরিস্থিতিতে দ্রুত উইকেট নিলে ভারতের ম্য়াচ জয়ের আশা কিছুটা বাড়ত বটে। তবে মিচেল স্টার্ক ও ক্যারি সেই আশায় জল ঢেলে দেন। দুইজনে ৩৪ রান যোগ করেন। বেশ আগ্রাসী ছন্দে ব্যাট করছিলেন ক্যারি। তিনি ৬১ বলে ৪১ রানে অপরাজিত রয়েছেন। অপরদিকে, স্টার্কের সংগ্রহ ১৯ বলে ১১ রান।
Australia are setting up a massive target as lunch on Day 4 arrives 🍴
— ICC (@ICC) June 10, 2023
Follow the #WTC23 Final 👉 https://t.co/wJHUyVnX0r pic.twitter.com/fO1yOPlvnz
রাহানের প্রশংসায় রাধিকা
কোনও বল আঙুলে, কোনও বল পাঁজরে, কোনও বল হেলমেটে। অজি বোলারদের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। হাজারো ব্যথা সহ্য করেও ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন। শতরান মিস করলেও অজিঙ্ক রাহানের ৮৯ রানের দুরন্ত ইনিংসই ভারতকে নতুনভাবে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে লড়াই করার রসদ জুগিয়েছে। অজি শিবিরও রাহানের কামব্যাক ইনিংসকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু এই লড়াইয়ের নেপথ্যে যে কতটা সংগ্রাম ছিল, সেই কথা জানালেন রাহানের স্ত্রী রাধিকা ধোপাভকার। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে দরাজ সার্টিফিকেট দিলেন স্বামীকে।
রাধিকা লেখেন, ''তোমার আঙুল ফুলে গিয়েছিল। যন্ত্রণা হচ্ছিল ক্রমেই। তবুও তুমি স্ক্যান করতে চাওনি, পাছে খেলা থেকে মনোনিবেশ সরে যায়। নিজের ব্যাটিংয়েই মন দিতে চেয়েছিলে। একজন নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দিয়েছ। দলের প্রতি দায়িত্ব পালন করেছ। যেভাবে ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছ ও নিজের উপস্থিতির প্রমাণ দিয়েছ, তাতে আমরা সবাই তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তোমার দলের প্রতি আনুগত্য ও টিম স্পিরিটের জন্য তোমার জন্য চিরকার গর্বিত থাকব। আমার প্রাণচ্ছ্বল পার্টনার। তোমাকে অবিরাম ভালবাসি।''
আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা