WTC Final 2023: খেতাবি লড়াইয়ের আগে প্রতিপক্ষ দলের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ অজি তারকা
Cameron Green: সদ্য়ই আইপিএলে রোহিত শর্মার অধীনে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ক্যামেরন গ্রিন।
লন্ডন: আইপিএলের লড়াই শেষ। এবার ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green) ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রশংসায় পঞ্চমুখ।
প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা
সদ্য়ই আইপিএলে রোহিত শর্মার অধীনে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ক্যামেরন গ্রিন। চাপের মুখেও রোহিতের ঠান্ডা মাথা গ্রিনকে বেশ প্রভাবিত করেছে। তিনি বলেন, 'মাঠে চাপের মুখেও ও যেভাবে মাথা ঠান্ডা রাখে, তা প্রশংসনীয়। তবে এটা তো নতুন নয়, বিগত ১০ বছর ধরে ও আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করেছে। ওর সঙ্গে একসঙ্গে খেলা এবং চাপের মুখে যে কোনও পরিস্থিতিতে ওর সঙ্গে কথা বলাটুকুও এক দারুণ অভিজ্ঞতা। (মুম্বই ইন্ডিয়ান্সে) আমার ভূমিকা ছিল আগ্রাসী ক্রিকেট খেলা। তবে ফাস্ট বোলার, স্পিনার, কাদের বিরুদ্ধে কেমনভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে, কোন সময়ে কোন বোলারকে চাপে ফেলতে হবে, সেটা ওঁই আমায় শিখিয়েছে।'
আইপিএলে সর্বকালের সবচেয়ে দামি অস্ট্রেলিয়ান ক্রিকেটার হয়েছিলেন গ্রিন। তিনি মুম্বইয়ের প্লে-অফে পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিজের প্রথম আইপিএল মরসুমে গ্রিন ৪৫২ রান করার পাশাপাশি ছয়টি উইকেটও নেন। এমনকী সদ্য সমাপ্ত মরসুমে একটি শতরানও হাঁকিয়েছেন তিনি। রোহিতের পাশাপাশি আরেক ভারতীয় তারকা বিরাট কোহলিকেও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন গ্রিন।
২৪ বছর বয়সি তারকা বলেন, 'আমার মনে হয় বিরাট কোহলি সবসময় চাপের মুখে গুরুত্বপূর্ণ সময়ে এগিয়ে আসেন। নিজের সেরাটা দেন। আমার জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা বিরাট গুরুত্বপূর্ণ। এই ম্যাচে মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি।' তবে ওভালে কিন্তু অস্ট্রেলিয়ার রেকর্ড একেবারেই ভাল নয়। বরং ইংল্যান্ডের সবকয়টি মাঠের মধ্যে ওভালেই অজিদের রেকর্ড সবচেয়ে খারাপ। বিগত ৫০ বছরে এই মাঠে মাত্র দুইটি ম্যাচ জিতেছে অজিরা।
চিন্তিত নন কামিন্স
অবশ্য অজি অধিনায়ক প্যাট কামিন্স এই নিয়ে চিন্তুত নন। তিনি বলেন, 'একদমই চিন্তিত নই (ওভালে দলের খারাপ রেকর্ড প্রসঙ্গে)। আমাদের দলের সিংহভাগ ক্রিকেটাররা তো আর ওইসব ম্যাচগুলি খেলেনি। আমাদের দল বেশ অভিজ্ঞতাসম্পন্ন। কয়েকজন এই মাঠে অ্যাসেজের কয়েকটি ম্যাচ খেলছে। তবে অনেকে তো সেই ম্যাচে রানও করেছে। অস্ট্রেলিয়ার মাঠগুলিতে যেমন গতি, বাউন্স থাকে, এই পিচের চরিত্রও অনেকটা তেমনই। আশা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও আমরা তেমনই এক উইকেটে খেলব।'
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?