IND vs AUS WC 2023 Live: লড়াই শুধু জাডেজা-রাহানের, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারত
WTC Final 2023 Score Live Updates: ওভালে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চাপে ভারত।
LIVE
Background
লন্ডন: টস জিতেছিলেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2023) ফাইনালের প্রথম দিনের শেষে চাপ বাড়ল টিম ইন্ডিয়ার। শুরুটা ভাল করেছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু দিনের শেষে চালকের আসনে ক্যাঙ্গারু বাহিনী। দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড। শতরানের থেকে পাঁচ রান দূরে অপরাজিত থেকে দিনের শেষে মাঠ ছাড়লেন স্টিভ স্মিথও। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৩২৭ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
তবে স্মিথ-হেডের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়া বিরাট বড় স্কোরের দিকে অগ্রসর হচ্ছে। তবে দ্বিতীয় নতুন বলে প্রথম দিনের শেষবেলায় ভারতীয় বোলাররা যে পরিমাণ সিম, সুইং পেয়েছেন, তাতে আশার আলো দেখছেন পারস। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, 'আমার দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বলটা কিছুটা সিম হচ্ছিল। সুতরাং, সকালের সেশনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যদি সকালে কয়েকটি উইকেট নিতে পারি, তাহলে নিঃসন্দেহেই আবার ম্যাচে ফিরে আসব।'
এই ম্যাচের জন্য ভারতীয় দল চার ফাস্ট বোলার এবং একটি স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। আইসিসির বিচারে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আর অশ্বিনের জায়গা হয় বেঞ্চে। এই নিয়ে প্রথম দিনে ভারতীয় বোলিং পারফরম্যান্স দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে পিচ এবং পরিবেশ দেখে নেওয়া এই সিদ্ধান্তটা সঠিকই ছিল বলে দাবি করছেন পারস।
WTC Final Live: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১/৫
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১/৫। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারত। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে ও কে এস ভরত।
Ind vs Aus Live: ৪৮ রান করে ফিরলেন রবীন্দ্র জাডেজা
৪৮ রান করে নাথান লায়নের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ভারতের স্কোর ১৪২/৫।
WTC Final Live: একশো পেরল ভারত
একশো পেরল ভারত। ২৮ ওভারের শেষে ভারতের স্কোর ১১১/৪।
Ind vs Aus Live: মাত্র ১৪ রান করে আউট বিরাট
মিচেল স্টার্কের বলে মাত্র ১৪ রান করে আউট বিরাট কোহলি। ভারতের স্কোর ৮৩/৪।
WTC Final Live: বিরাট চাপে ভারত
বড় রান করতে ব্যর্থ চেতেশ্বর পূজারা। গ্রিনের বলে ১৪ রানে বোল্ড হলেন ভারতের তিন নম্বর ব্যাটার। ৫০ রানেই তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া।