Yashavi Jaiswal: গিল নেতৃত্বভার পাওয়ার পরই নিজের লক্ষ্য জানিয়ে দিলেন জয়সওয়াল, ''দেশের অধিনায়ক হতে চাই''
Yashavi Jaiswal Update: টেস্ট ফর্ম্য়াটে আগ্রাসী ওপেনার হিসেবেই পরিচিত জয়সওয়াল। অভিষেক হওয়ার পর থেকেই সব সিরিজেই একটি করে অন্তত সেঞ্চুরি করেছেন জয়সওয়াল।

মুম্বই: টেস্টের পর ওয়ান ডে ফর্ম্য়াটেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে শুভমন গিলকে। রোহিত শর্মার পরগিলের মত তরুণকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। জাতীয় দলের জার্সিতে নজরকাড়া পারফর্ম করা আরও এক তরুণ জানিয়ে দিয়েছেন যে তাঁরও ভারতের ক্যাপ্টেন হওয়ার ইচ্ছে রয়েছ নিজের কেরিয়ারে কোনও একটি সময়ে। তিনি হলেন যশস্বী জয়সওয়াল।
রাজ সামানির ইউটিউব চ্যানেলে এক পডকাস্টে অংশ নিয়েছিলেন জয়সওয়াল। সেখানেই তিনি নিজের ইচ্ছের কথা জানালেন। এই মুহূর্তে শুধুমাত্র টেস্ট ফর্ম্যাটেই খেলছেন ধারাবাহিকভাবে জয়সওয়াল। সাদা বলের ফর্ম্যাটে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাঁহাতি ওপেনার। জয়সওয়াল জানিয়েছেন, ''এই মুহূর্তে আমি নিজের ফিটনেস নিয়ে লড়াই করতে মরিয়া। নিজের শরীরকে আমি খুব ভাল করে জানি। নিজের স্কিল নিয়ে আরও বেশি করে চর্চা করতে হবে। আমাকে আরও ফিট হয়ে উঠতে হবে। তাই প্রতিদিন আমি নিজেকে আরও তৈরি করতে মরিয়া থাকি। একজন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যেমন থাকে কোনও ক্রিকেটারের, তেমনই হয়ে উঠতে চাই। একদিন আমি দেশের জার্সিতে ক্যাপ্টেন্সি করতে চাই।''
টেস্ট ফর্ম্য়াটে আগ্রাসী ওপেনার হিসেবেই পরিচিত জয়সওয়াল। অভিষেক হওয়ার পর থেকেই সব সিরিজেই একটি করে অন্তত সেঞ্চুরি করেছেন জয়সওয়াল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটি হোক বা ওয়েস্ট ইন্ডিজ, সব জায়গাতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।
এদিকে, ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক হওয়ার পরই গিলের লক্ষ্য মিশন বিশ্বকাপ। রোহিতের জুতোয় পা গলিয়ে গিল বলছেন, ''এটা আমার কাছে বিরাট সম্মানের একটা বিষয়। ওয়ান ডে ফর্ম্য়াটে একটি বিশ্বসেরা দলের নেতৃত্বভার পাওয়া আমার কাছে গর্বের। আমি মনে করি আমাদের ওয়ান ডে বিশ্বকাপের আগে আর মাত্র ২০টি ওয়ান ডে ম্য়াচ রয়েছে। সেগুলো ভাল পারফর্ম করতে মরিয়া আমরা। আসল লক্ষ্য অবশ্যই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ।'' গিল আরও বলেন, ''আমি আশা রাখি আমাদের প্লেয়াররা তাঁদের সেরাটা দেবে। বিশ্বকাপের আগে সব মরশুমেই আমরা দুর্দান্ত পারফর্ম করব আর পুরো তৈরি হয়েই আমরা বিশ্বকাপের মঞ্চে খেলতে নামব। আর অবশ্যই দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ট্রফি জিতেই আমরা ফিরব, এই বিষয়ে আমি আশাবাদী।"
ইংল্য়ান্ডে গিলের নেতত্বে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে এর আগে ভারতীয় দল ২-২ ড্র করে এসেছিল। এবার ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় গিলকে, সেটাই দেখার।



















