Yograj Singh: কবে অবসর নেবেন বিরাট ও রোহিত? জানিয়ে দিলেন যুবরাজ সিংহের বাবা
Virat Kohli And Rohit Sharma: অবসর নেওয়ার কোনও ভাবনা চিন্তা এই মুহূর্তে নেই তাঁদের মধ্যে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহের বাবা আভাস দিয়েছেন।

মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে একটা চিন্তা কাজ করছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর যেভাবে সেই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট ও রোহিত, এবারও তা করবেন না তো? এই প্রশ্নটাই সবার মনে ঘুরপাক খাচ্ছিল। তবে দুজনেই আপাতত জানিয়ে দিয়েছেন যে অবসর নেওয়ার কোনও ভাবনা চিন্তা এই মুহূর্তে নেই তাঁদের মধ্যে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ আভাস দিয়েছেন রোহিত ও বিরাট কবে অবসর নেবেন সে বিষয়ে - -
ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর যোগরাজ সিংহ বলেন, ''এটা সত্যিই দুর্দান্ত একটা খবর যে রোহিত শর্মা ও বিরাট কোহলি এখনই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছে না। ওঁরা কবে অবসর নেবে, তা একমাত্র ওঁরাই সিদ্ধান্ত নিতে পারে। অন্য কারও নেওয়ার অধিকার নেই। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের পরই রোহিত ও বিরাট নিজেদের অবসরের সিদ্ধান্তটা নিক।''
কী বলছেন রোহিতের ছোটবেলার কোচ?
রোহিত শর্মার সাফল্যে উচ্ছ্বসিত দীনেশ লাড। পরিচয় করিয়ে দেওয়া যাক। দীনেশ রোহিতের ছোটবেলার কোচ। তাঁর হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি রোহিতের। ছাত্রের সাফল্যে আপ্লুত দীনেশ। যিনি বিমানে ছিলেন বলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে পাননি। তবে বিমানেই ভারতের জয়ের খবর ঘোষণা হওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। ছাত্র পরিশ্রমের পুরস্কার পেয়েছে যে!
সোমবার মুম্বই থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে দীনেশ বললেন, 'আমি প্রচণ্ড খুশি। হয়তো দেশের সবচেয়ে খুশি লোকটির নাম এখন দীনেশ লাড। আনন্দে আমি ভাষা হারাচ্ছি। ১৪০ কোটি মানুষের স্বপ্নপূরণ করেছে ভারত। আর সেই জয়ে নেতৃত্ব দিয়েছে আমার ছাত্র। কোচ হিসাবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী থাকতে পারে!'
ফাইনালের নায়ক রোহিত। তাঁর ৮৩ বলে ৭৬ রানের ইনিংস ম্যাচের রং পাল্টে দিয়েছিল। রোহিত নিজে ফাইনালের সেরা হয়ে জানিয়েছেন যে, ভারতের ব্যাটিং গভীরতা তাঁকে খোলা মনে ব্যাট করার লাইসেন্স দিয়েছে। দীনেশও সহমত। বলছিলেন, 'ওর ব্যাটিংয়ের ধরন এখন অনেক বদলে গিয়েছে। যার নেপথ্যে ভারতের ব্যাটিং গভীরতা। রোহিত জানে যে, ও শুরুতে চালিয়ে খেলতে গিয়ে আউট হয়ে গেলেও ভারতের পরের দিকের ব্যাটাররা পরিস্থিতি সামলে দিতে পারবে। অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা – ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের ব্যাটিং গভীরতা সত্যিই ঈর্ষণীয়। আর সেটাই রোহিতকে শুরু থেকে হাত খুলে খেলতে সাহায্য করছে।''




















