Brendan Taylor: নির্বাসন কাটিয়ে ২২ গজে ফিরলেন ব্রেন্ডন টেলর, মাঠে নেমেই ভেঙে দিলেন অ্যান্ডারসনের রেকর্ড
Brendan Taylor Update: বাংলাদেশের বিরুদ্ধে ২০২১ সালের জুলাইয়ে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে খেলতে দেখা গিয়েছিল টেলরকে। নির্বাসনের খাঁড়া কাটিয়ে শেষ পর্যন্ত ফিরলেন টেল

হারারে: আইসিসির (ICC) নির্বাসনের খাঁড়া ঝুলছিল। সেই চার বছরের মেয়াদ কাটিয়ে ২২ গজে ফিরলেন ব্রেন্ডন টেলর (Brendan Taylor)। জিম্বাবােয়ে ক্রিকেটের বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী তারকা এই উইকেট কিপার ব্যাটার। ২০২১ সালের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচে মাঠে নামলেন টেলর।
বাংলাদেশের বিরুদ্ধে ২০২১ সালের জুলাইয়ে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে খেলতে দেখা গিয়েছিল টেলরকে। নির্বাসনের খাঁড়া কাটিয়ে শেষ পর্যন্ত ফিরলেন টেলর। কিউয়িদের বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কিউয়িদের বিরুদ্ধে নামার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন ব্রেন্ডন টেলর। টেক্কা দিয়েছেন জেমস অ্যান্ডারসন।
জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার শ্রীলঙ্কার বিরুদ্ধে হারারেতে ২০০৪ সালে টেস্টে অভিষেক করেছিলেন। তবে কেরিয়ারে মাত্র ৩৫টেস্ট খেলেছেন। জিম্বাবোয়ের এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ২৮৪ ম্যাচ খেলে ৯৯৩৮ রান করেছিলেন। টেস্ট ক্রিকেটে ২৩২০ রান করেছেন এখনও পর্যন্ত। ওয়ান ডে ফর্ম্য়াটে ৬৬৮৪ রান করেছেন। ১৭টি টি-টােয়েন্টিতে ৯৩৪ রান করেছেন। মোট ১৭টি সেঞ্চুরি ও ৫৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
জিম্বাবোয়ের তৃতীয় প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করার নজির গড়ার হাতছানি রয়েছে ব্রেন্ডন টেলর। তাঁর আগে অ্যান্ডি ফ্লাওয়ার ১১৫৮০ রান করেছিলেন, গ্রান্ট ফ্লাওয়ার ১০,০২৮ রান করেছিলেন।
সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ২০ বছর ৩৩ দিনের টেস্ট কেরিয়ার ছিল মুশফিকুরের। কিন্তু টেলর মাঠে নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটারকে টেক্কা দিয়ে দিয়েছেন তিনি।
View this post on Instagram
বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক এখন টেলর। এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। জেমস অ্যান্ডারসনের অবসরের পর মুশফিকের ক্যারিয়ার ছিল ২০ বছর ৩৩ দিনের। তবে আজ মাঠে নামার মধ্য দিয়ে মুশফিককে ছাড়িয়ে গেছেন টেলর।
জিম্বাবোয়ে ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছে। ইতিমধ্য়েই প্রথম টেস্টে হেরে বসে আছে জিম্বাবোয়ে। দ্বিতীয় টেস্টে ব্রেন্ডন টেলরের পারফরম্য়ান্স জিম্বাবোয়ের ফল ইতিবাচক করতে পারে কি না তা দেখার।




















