India vs Zimbabwe LIVE: মায়ার্সের দুরন্ত হাফসেঞ্চুরি সত্ত্বেও সুন্দরের ৩, আবেশের ২ উইকেটে ভর করে ২৩ রানে জয়ী ভারত
India vs Zimbabwe LIVE: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে ফিরলেন বিশ্বজয়ীর ত্রয়ী যশস্বী, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।
LIVE

Background
IND vs ZIM Live Updates: এগিয়ে গেল ভারত
শেষ ১০ ওভারে উঠল ৯৯ রান। তাও ২৩ রানের বেশ বড় ব্যবধানেই জ়িম্বাবোয়েকে পরাজিত করল ভারত। মায়ার্স ৬৫ রানে অপরাজিতই রয়ে গেলেন। জিম্বাবোয়ে থামল ১৫৯/৬।
IND vs ZIM Live: মায়ার্সের হাফ সেঞ্চুরি
৪৫ বলে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি হাঁকালে মায়ার্স। রবি বিষ্ণোইকে ছক্কা মেরে পূরণ করলেন ৫০। তবে তা সত্ত্বেও তাঁর দলকে হারের দোরগোড়ায়। শেষ ওভারে জয়ের জন্য মায়ার্সদের ৪২ রান করতে হবে।
IND vs ZIM Live Updates: অবশেষে সাফল্য
মাদান্দে ও মায়ার্স ষষ্ঠ উইকেটের পার্টনারশিপে জ়িম্বাবোয়েকে লড়াইয়ের দারুণ জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তবে সেই পার্টনারশিপ ভেঙে ভারতকে বড় সাফল্য এনে দিলেন সুন্দর। ১৭ ওভার শেষে স্কোর ১১৯/৬।
IND vs ZIM Live: পাল্টা লড়াই
জ়িম্বাবোয়ের হয়ে পাল্টা লড়াই চালাচ্ছেন মাদান্দে ও ডিয়ন মায়ার্স। দুইজনে ইতিমধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ১৫ ওভারে শতরানের গণ্ডিও পার করে ফেলল জ়িম্বাবোয়ে। ১৫ ওভার শেষে স্কোর ১১০/৫। রাজ়াদের জয়ের জন্য ৩০ বলে আর ৭৩ রানের প্রয়োজন। মায়ার্স ৩৯ ও মাদান্দে ৩৫ রানে খেলছেন।
IND vs ZIM Live Updates: আধা দল সাজঘরে
বল হাতে তুলে নিয়েই জোড়া সাফল্য ওয়াশিংটন সুন্দরের। অধিনায়ক সিকান্দার রাজ়ার পর একই ওভারে জনাথন ক্যাম্বেলকেও ফেরালেন তিনি। ৭ ওভার শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৩৯/৫।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
