Axar Patel Engagement: জন্মদিনে সুখবর শোনালেন অক্ষর প্যাটেল, সারলেন বাগদান পর্ব
দীর্ঘদিনের বান্ধবী পেশায় ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট মেঘার সঙ্গে বাগদান সারলেন অক্ষর।

নয়াদিল্লি : আঠাশে পা দেওয়াকে স্মরণীয় করে রাখনে অক্ষর প্যাটেল (Axar Patel)। অনুরাগীদের সুখবর শোনালেন ভারতীয় দলের (Indian Team) অলরাউন্ডার নিজেই। জন্মদিনের (২০ জানুয়ারি) দিনই জীবনের নতুন ইনিংসের অঙ্গীকার সেরে ফেললেন অক্ষর। সারলেন বাগদান (Engagement)। দীর্ঘদিনের বান্ধবী পেশায় ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট মেঘার সঙ্গে বাগদান সারলেন অক্ষর। সোশ্যাল মিডিয়ায় অক্ষর যে সুখবর শোনানোর পরই যুযবেন্দ্র চাহাল সহ তাঁর একঝাঁক সতীর্থরা অক্ষরকে বাগদান পর্ব সেরে ফেলার শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
অক্ষর প্যাটেলের গুজরাটের সতীর্থ চিন্তন গাজা সোশ্যাল মিডিয়ায় প্রথম সুখবরটি প্রকাশ্যে আনেন। পরে সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি প্রকাশ্যে আনেন অক্ষর নিজেই। যেখানে দেখা যাচ্ছে অক্ষর ও মেঘা হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন প্রকাণ্ড একটা হার্ট সাইনের ঠিক সামনে। যার নিচে রোম্যান্টিক কায়দায় লেখা রয়েছে 'ম্যারি মি'। সোশ্যাল মিডিয়া পোস্টে অক্ষর লিখেছেন, 'টুগেদার অ্যান্ড ফরেভার। লাভ ইউ টিল ইটারনিটি।' সাত পাকে বাঁধা পড়া পাকা হওয়ার সঙ্গে সারাজীবনের সঙ্গের প্রতিশ্রুতি দেখে স্বাভাবিকভাবেই খুশি ক্রিকেটভক্তরাও।
প্রসঙ্গত, চোটের জেরে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি অক্ষর। মাঠের বাইরে নতুন ইনিংসের পাশাপাশি সুস্থ হয়ে মাঠে ফিরেও ভারতীয় এই অলরাউন্ডার সফল হবেন বলেই প্রত্যাশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা।






















