Ashok Dinda on Corona: ক্রিকেট মাঠে যাঁর হাত ধরে উত্থান, তিনিই করোনা আক্রান্ত, উদ্বিগ্ন দিন্দা
ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি আপাতত রাজনীতির ময়দানে। তবে বাইশ গজকে ভুলে যাননি অশোক দিন্দা। আর ভোলেননি সেই ব্যক্তিকে, যাঁর হাত ধরে ক্রিকেট মাঠে তাঁর উত্থান। অটল দে বর্মন।
কলকাতা: ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি আপাতত রাজনীতির ময়দানে। তবে বাইশ গজকে ভুলে যাননি অশোক দিন্দা। আর ভোলেননি সেই ব্যক্তিকে, যাঁর হাত ধরে ক্রিকেট মাঠে তাঁর উত্থান। অটল দে বর্মন। দিন্দার ছোটবেলার কোচ করোনা আক্রান্ত। সংক্রমিত হয়েছেন কোচের স্ত্রীও। নির্বাচনের ফল প্রকাশের আগে সস্ত্রীক অটল দে বর্মনের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগে তারকা ছাত্র।
মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে ক্রিকেটের টানে কলকাতায় চলে এসেছিলেন দিন্দা। তারপর একটি সংস্থার ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম থেকে সকলের নজরে পড়া। অল্প বয়সেও তাঁর বলের গতি দেখে চমকে উঠেছিলেন সকলে। তারপর টালিগঞ্জে কোচ অটল দে বর্মনের বাড়িতে থেকে ক্রিকেট সাধনা। অশোক দিন্দার উত্থান বাংলার ক্রিকেটে রূপকথার মতো হয়ে রয়েছে। বাংলার হয়ে খেলার পাশাপাশি নিজের বোলিং সাফল্যে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করেছেন দিন্দা|
আপাতত ক্রিকেট নয়, দিন্দার রোজনামচায় জড়িয়ে পড়েছে রাজনীতি। তবে কোচের অসুস্থতা তাঁকে উতলা করে তুলেছে। এবিপি লাইভকে বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন পেসার বললেন, 'অটল স্যার ও কাকিমা দুজনই করোনা আক্রান্ত। তবে স্যার একটু ভালর দিকে। বাড়িতেই হোম আইসোলেশনে আছেন। উদ্বেগ রয়েছে কাকিমাকে নিয়ে। উনি গুরুতর অসুস্থ। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। এমনিতেই কাকিমার লিভারের সমস্যা-সহ নানারকম শারীরিক অসুস্থতা রয়েছে। স্যার ও কাকিমা দুজনই দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনাই করছি।'
ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছেন। ২ মে ফলপ্রকাশ। তার আগে এলাকার করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত দিন্দা।ক্রিকেটের ময়দানে নৈছনপুর এক্সপ্রেস নামে পরিচিত দিন্দা বলছেন, 'ভোট মিটে গেলেও ময়নায় প্রায় রোজই যাতায়াত করছি। আপাতত সব মানুষের কাছে মাস্ক ও স্যানিটাইজার কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা করছি। সকলে মিলে লড়াই করে এই অতিমারি পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ম্যাচটাও সকলে মিলেই জিততে হবে।'
করোনার মধ্যে ধাক্কা ভূমিকম্পের, আইপিএল খেলার ফাঁকেই উদ্বিগ্ন পরাগ