এক্সপ্লোর
Yashasvi Jaiswal: ইডেনে স্বপ্নপূরণ হয়েছিল যশস্বীর, মাঠেই জড়িয়ে ধরেছিলেন প্রিয় নায়ক, ভিডিও ভাইরাল
India vs Australia: ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি করেছেন।

শাহরুখের ভক্ত যশস্বী। - পিটিআই
1/10

ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি করেছেন।
2/10

যশস্বীর সেঞ্চুরি ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। ধারাবাহিকতার জোরে আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন যশস্বী।
3/10

যশস্বীকে দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার তারকারাও। গ্লেন ম্যাক্সওয়েল সাফ জানিয়ে দিয়েছেন, টেস্টে ৪০টি সেঞ্চুরি করার দক্ষতা রয়েছে যশস্বীর।
4/10

সেই যশস্বী নিজে একজনের অন্ধ ভক্ত। একবার তাঁর সঙ্গে দেখা করার জন্য ছটফট করতেন।
5/10

যশস্বীর প্রিয় সেই নায়ক অবশ্য কোনও ক্রিকেটার নন, বরং অভিনয় জগতের মহানক্ষত্র। শাহরুখ খান।
6/10

শাহরুখ খান অন্ত প্রাণ যশস্বী। গত আইপিএলে ইডেনে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে এসে শাহরুখের সঙ্গে দেখা করার বায়না করেছিলেন যশস্বী।
7/10

যশস্বীর একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ইডেনে কেকেআরের সঙ্গে ম্যাচের শেষে যশস্বী বলছেন, 'শাহরুখ স্যর সে মিলাও ইয়ার।' বাংলা করলে দাঁড়ায়, শাহরুখ স্যরের সঙ্গে দেখা করাও বন্ধু।
8/10

ইডেনে সেই ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছিল কেকেআর। তবে যশস্বীর আব্দার মেটান শাহরুখ। মাঠেই জড়িয়ে ধরেন তরুণ ক্রিকেটারকে।
9/10

যশস্বীকে আলিঙ্গন করে স্নেহচুম্বনও এঁকে দেন কিংগ খান। যা যশস্বীর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে।
10/10

যশস্বীর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন গুরু গ্রেগও। অস্ট্রেলিয়ার মাটিতে যশস্বীর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ছবি - পিটিআই
Published at : 28 Nov 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
