এক্সপ্লোর
Advertisement
বিমান থেকে নামিয়ে দেওয়া হল প্রাক্তন অজি ক্রিকেটার শ্লেটারকে
অজি ক্রিকেটার নাকি কিছুতেই শৌচাগার থেকে বেরোতে চাইছিলেন না। তার জেরেই বিমান ছাড়তে দেরি হচ্ছিল। তারপর নিরাপত্তারক্ষীরাই শ্লেটারকে বের করে আনেন বলে জানা গেছে।
সিডনি: বান্ধবীদের সঙ্গে তুমুল ঝগড়া। তার জেরে দেরি হয়ে গেল বিমান ছাড়তে। ঘটনার কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার মাইকেল স্লেটার। দুই বান্ধীকে নিয়ে সিডনি থেকে বিমানে উঠেছিলেন স্লেটার। স্থানীয় এক স্পোর্টস রেডিও সূত্রে খবর, তাঁর বান্ধবীরা যে যাঁর নিজের সিটে গিয়ে বসেন। কিন্তু স্লেটার নাকি বিমানের শৌচাগারে গিয়ে দরজা আটকে দেন।
অভিযোগ, অজি ক্রিকেটার নাকি কিছুতেই সেখান থেকে বেরোতে চাইছিলেন না। তার জেরেই বিমান ছাড়তে দেরি হচ্ছিল। তারপর নিরাপত্তারক্ষীরাই শ্লেটারকে বের করে আনেন বলে জানা গেছে। এই ঘটনার জেরে বিমান ছাড়তেও দেরি হয়ে যায়। এরপর শ্লেটারের সঙ্গীরাও তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। তাদের ঝগড়ার মাত্রা এতটাই তীব্র ছিল, বিমানের বাকি যাত্রীরাও বিরক্ত হন। বিমান সংস্থার তরফে জানানো হয়, এই ঘটনার পর শ্লেটারকে বিমান থেকে নেমে যেতে বলা হয়।
পরে এই ঘটনার জন্য সকলের কাছে ক্ষমাও চেয়েছেন প্রাক্তন অজি স্টার। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শ্লেটার বিমানকর্মীদের কথা পরে মেনে নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement