এক্সপ্লোর
Advertisement
তোমরাই আসল নায়ক, আশা ছেড়ো না, সিরিয়ার শিশুদের বার্তা রোনাল্ডোর
মাদ্রিদ: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শিশুদের পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা জানি তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি খুব বিখ্যাত ফুটবলার। কিন্তু তোমরাই আসল নায়ক। আশা ছেড়ো না। সারা বিশ্ব তোমাদের পাশে আছে। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কথা ভাবি।’
A message of hope to the children affected by the conflict in Syria. @SavetheChildren pic.twitter.com/Zsdvu2nuXd
— Cristiano Ronaldo (@Cristiano) December 23, 2016
‘সেভ দ্য চিল্ড্রেন’ নামে একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রোনাল্ডো। তিনি এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে সাহায্য করেছেন। নেপালে ভূমিকম্পে বিশাল ক্ষয়ক্ষতি হওয়ার পর সেদেশের মানুষের সাহায্যার্থে ৫০ লক্ষ পাউন্ড দিয়েছিলেন। ১০ বছর বয়সি এক শিশুর অস্ত্রোপচারের জন্য ৫৩ হাজার পাউন্ড দান করেন। ৯ বছর বয়সি এক ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার খরচও দিয়েছিলেন। যে হাসপাতালে তাঁর মায়ের ক্যান্সারের চিকিৎসা হয়েছিল, সেখানে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য ১ লক্ষ ৫ হাজার পাউন্ডের তহবিলও গড়েছেন এ বছর ফিফার বর্ষসেরা হওয়া রোনাল্ডো। ২০১৫ সালে খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে বেশি অর্থ দান করেছেন। এবার সিরিয়ার শিশুদের সাহায্যেও এগিয়ে এলেন তিনি। শুধু বার্তাই নয়, তাদের আর্থিক সাহায্যও করেছেন এই ফুটবলার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement