এক্সপ্লোর
Rahul Dravid Sourav Ganguly: আর কতদিন খেলবে? চার টেস্টে চার সেঞ্চুরি করে সৌরভকে জবাব দিয়েছিলেন দ্রাবিড়
Rahul Dravid Record: ভারতের হয়ে ১৬৪ টেস্টে ১৩২৮৮ রান, ৩৬টি সেঞ্চুরি ছিল দ্রাবিড়ের। সঙ্গে ৩৪৪ ওয়ান ডে ম্যাচে ১০৮৮৯ রান ও ১টি টি-২০ ম্যাচে ৩১ রান রয়েছে দ্রাবিড়ের।

রাহুলকে কী প্রশ্ন করেছিলেন সৌরভ? - পিটিআই
1/10

ব্যাট হাতে তিনি ছিলেন ভারতের রক্ষাকর্তা। দল বিপদে পড়া মানেই ঝলসে উঠত তাঁর উইলো।
2/10

দলের বিপদের সময় বুক চিতিয়ে লড়াই করতেন বলে তাঁকে বলাই হতো দ্য ওয়াল। কেউ কেউ বলেন, 'মিস্টার ডিপেন্ডেবল'।
3/10

ভারতের হয়ে ১৬৪ টেস্টে ১৩২৮৮ রান, ৩৬টি সেঞ্চুরি ছিল দ্রাবিড়ের। সঙ্গে ৩৪৪ ওয়ান ডে ম্যাচে ১০৮৮৯ রান ও ১টি টি-২০ ম্যাচে ৩১ রান রয়েছে দ্রাবিড়ের।
4/10

তবে দ্রাবিড়ের এমন সোনায় মোড়া কেরিয়ারেও এসেছিল এমন এক সময়, যখন ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। প্রশ্ন উঠছিল দলে তাঁর জায়গা নিয়েও।
5/10

সেই গল্প শুনিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ ও বন্ধু।
6/10

সৌরভ জানিয়েছেন, টেস্টে বিদেশের মাটিতে তিন-চার বছর তখন সেঞ্চুরি-হীন ছিলেন দ্রাবিড়। যা দেখে বেশ অবাক হয়েছিলেন সৌরভ নিজেও।
7/10

সৌরভ ততদিনে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ভারত গিয়েছিল ইংল্যান্ড সফরে। সেই সফরে ধারাভাষ্যকার হিসাবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
8/10

২০১১ সালে রাহুল তখন ভারতীয় দলের সঙ্গে গিয়েছিলেন ইংল্যান্ড সফরে। সৌরভ বলেছেন, 'আমি লর্ডস টেস্টের আগে রাহুলকে গিয়ে বলেছিলাম, জ্যামি (রাহুলের ডাকনাম), আর কতদিন খেলবে? গত ৩-৪ বছর তোমার ভাল কাটেনি। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত খারাপ কাটছে। আমি ওর বন্ধু ছিলাম। ওকে এই প্রশ্নটা করতে পারতাম।'
9/10

রাহুলের জবাব অবাক করেছিল সৌরভকে। দ্রাবিড় বলেছিলেন, 'আমি এখনও টেস্টে সেঞ্চুরি করতে পারি।' সৌরভের কথায়, 'তারপর সেই সিরিজে চার টেস্টে চার সেঞ্চুরি করেছিল রাহুল। লর্ডসে সেঞ্চুরি করে, ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি করে, হেডিংলে-তে সেঞ্চুরি করে ও ওভালে সেঞ্চুরি করে।'
10/10

সৌরভ জানিয়েছেন, চ্যাম্পিয়নরা এরকমই হয়। সৌরভের কথায়, 'যতদিন একজন চ্যাম্পিয়ন বিশ্বাস করে যে সে ফুরিয়ে যায়নি, ততদিন সে সত্যিই ফুরিয়ে যায়নি। এটা শিক্ষণীয়। এই বিশ্বাসটা সকলেরই দরকার।' ছবি - পিটিআই ও গেটি ইমেজেস
Published at : 16 Nov 2024 04:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
