MS Dhoni: ভালবাসার পাঠও দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি? কী বললেন উঠতি অভিনেত্রী?
IPL 2024: ক্রিকেটের মাঠে তাঁর মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়। কিন্তু ক্রিকেটের মাঠের বাইরেও ধোনির জীবনদর্শন অনেকের কাছেই আদর্শ।

রাঁচি: দুজনেই রাঁচির। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দেখা হয়েছিল। সেখানে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না মডেল অভিনেত্রী অনুষ্কা সেন (Anushka Sen)। বয়স মাত্র ২০। এই বয়সেই সোশ্য়াল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা প্রায় ৪ কোটির বেশি। 'বাল বীর', 'ঝাঁসি কি রানি'র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। কোরিয়ান ড্রামাতেও কাজ করেছেন। ধোনির সঙ্গে একটি অ্যাড শ্যুটে দেখা হয়েছিল। সেখানেই ক্যাপ্টেন কুলের সঙ্গে শ্যুটিংয়ের বিরতিতে অনেক বিষয় নিয়ে কথাও হয়েছিল অনুষ্কার। আর তখনই নাকি ভালবাসার পাঠ দিয়েছিলেন মাহি। যা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল অনুষ্কা। ধোনিকে চাচু নামেই ডাকেন এই বাঙালি অভিনেত্রী। তিনি বলছেন, ''তখন আমার ১৩-১৪ বছর বয়স ছিল। উনি আমাকে বলেছিলেন যে এই বয়সে অনেককেই ভাল লাগবে। অনেক কিছু ভাল লাগবে। একটা অদ্ভুত অনুভূতি হবে। কিন্তু কোনওভাবেই যেন সেই বিষয়কে গুরুত্ব না দিই।''
অনুষ্কা আরও বলেন, ''ধোনি আমাকে বলেছিলেন যে ধীরে ধীরে এগােতে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে। যেভাবে এগোচ্ছে কােনও কিছু সেভাবেই এগোতে দেওয়া উচিত। কোনও কিছুর পেছনে তখন বেশি দৌড়াতে না করেছিলেন তখন। কেরিয়ার ও সম্পর্ক দুটোর ক্ষেত্রেই আমার মনে হয়েছে অন্যতম সেরা উপদেশ।''
MS Dhoni's Relationship Advice 😎#MSDhoni #IPL2024 pic.twitter.com/PGBxv8Wdzv
— Chakri Dhoni (@ChakriDhoni17) February 18, 2024
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালে অবসর নিয়েছিলেন ধোনি। যদিও এখনও পর্যন্ত আইপিএলে খেলতে দেখা যায় এমএসডিকে। জনপ্রিয়তায় এখনও বর্তমান সময়ের প্লেয়ারদেরও টেক্কা দেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে যে একচল্লিশ পেরনো ধোনির হয়ত এটাই শেষ আইপিএল হতে চলেছে। যদিও চেন্নাই সুপার কিংস ও ধোনির পক্ষ থেকে এই বিষয়ে কিছুই দানানো হয়নি এখনও।
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ষোলোতম মরশুম। প্রথম ম্য়াচেই সিএসকের তাঁদের ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। তার জন্য পুরো আইপিএলের সূচি ঘোষণা করা হয়নি। আপাতত শুধুমাত্র ২ সপ্তাহের সূচিই ঘোষণা করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। উল্লেখ্য, টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। যদিও রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও পাঁচবার খেতাব জিতেছে আইপিএলে।






















