IPL: আজ কখন, কোথায় দেখবেন আইপিএলে চেন্নাই বনাম রাজস্থান দ্বৈরথ?
IPL 2023: অন্যদিকে রাজস্থান তাদের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে জয় পেয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে ফের জয় পায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
চেন্নাই: আইপিএলে আজ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মহেন্দ্র সিংহ ধোনি বনাম সঞ্জু স্যামসন দ্বৈরথ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই। সেই ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছিল তাদের। তবে পরের ২টো ম্যাচেই টানা জয় ছিনিয়ে নেয় তারা। লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পায় সিএসকে শিবির। অন্যদিকে রাজস্থান তাদের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে জয় পেয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে ফের জয় পায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
আজকের খেলা
আজ চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস দ্বৈরথ
কবে খেলা
আজ ১২ এপ্রিল, বুধবার চেন্নাই ও রাজস্থান পরস্পর মুখোমুখি হবে
কোথায় খেলা
আজকের খেলাটি হবে এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইতে
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায়
কোথায় দেখবেন?
স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি।
ইতিহাস গড়তে চলেছেন ধোনি
আজ রাজস্থানের বিরুদ্ধে মাঠে নেমেই ইতিহাস গড়তে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৮ সাল থেকে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। আজকের ম্য়াচে নামার সঙ্গে সঙ্গেই হলুদ জার্সিতে ২০০ তম ম্যাচে নেতৃত্ব দিতে নামতে চলেছেন ক্যাপ্টেন কুল। প্রথম ক্রিকেটার হিসেবে যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ ম্যাচে নেতৃত্ব দিতে নামবেন এমএসডি।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছাড়াও রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি মোট ২১৩ ম্যাচে টুর্নামেন্টে নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে ১২৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। জয়ের শতকরা হারও ঈর্ষণীয়। তা প্রায় ৫৮.৯৬ শতাংশ। মোট ৮৭ ম্যাচ হারতে হয়েছে ধোনির নেতৃত্বাধীন দলকে আইপিএলে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২৩৬টি ম্যাচ খেলেছেন ক্যাপ্টেন কুল।
এদিকে ধোনির এই বিশেষ মাইলস্টোনের মুহূর্তে তাঁর দলের সতীর্থ রবীন্দ্র জাডেজা বলছেন, ''ওনাকে নিয়ে কীই বা বলব। ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি ক্রিকেটার। প্রচুর স্মরণীয় ম্যাচ একার হাতে জিতিয়েছেন। আমি আশা করব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে জয় পাবে সিএসকে। ধোনির জন্মদিনের সবচেয়ে বড় উপহার সেটাই হবে হয়ত।''