(Source: ECI/ABP News/ABP Majha)
CWG 2022 Boxing: প্রতিপক্ষকে উড়িয়ে বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অমিত
Amit Panghal: তিন রাউন্ডের সবকয়টিতেই ভারতীয় বক্সার শুরু থেকে শেষ পর্যন্ত নিজের দাপট দেখান। তার 'পাঞ্চ'-এই কুপোকাত হয় প্রতিপক্ষ।
বার্মিংহাম: বক্সিংয়ে ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্গাল (Amit Panghal) মুখোমুখি হয়েছিলেন ভেনাউতুরের নামরি বেরি (Namri Berri)। ম্যাচে দাপুটে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ভারতীয় বক্সার।
প্রথম রাউন্ড সহজেই ৫-০ জিতে যান অমিত। গতি ও ফুর্তির মিশ্রণে ভারতীয় বক্সার অমিত প্রতিপক্ষকে নিজের 'পাঞ্চ'-এই কুপোকাত করে দেন। তার বিরুদ্ধে তো তেমন লড়াই করতে পারলেন না নামরি বেরি। প্রথম রাউন্ডে দাপট দেখানোর পর, দ্বিতীয় রাউন্ডেও ছবিটা অনেকটা একইরকম থাকে। সেই রাউন্ডও ৫-০ জেতেন অমিত। আবারও গতির সুযোগ নিয়ে প্রতিপক্ষকে বিস্মিত করে একের পর এক 'পাঞ্চ' মারেন অমিত।
কোয়ার্টারে অমিত
তৃতীয় রাউন্ডেও ফের একবার অনবদ্য পারফর্ম করেন ভারতীয় বক্সার। একপেশে ম্যাচের ফলাফল সবাই জানতেনই, তবে সরকারিভাবে ৫-০ ম্যাচ জিতে নেন অমিত। এই জয়ের ফলে তিনি ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022 ) ৫১ কেজি বিভাগে বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। আর এক ম্যাচ জিতলেই পদক সুনিশ্চিত হয়ে যাবে ভারতীয় বক্সারের।
২৬ বছর বয়সি অমিত ২০১৮ সালে গোল্ড কোস্টে লাইট ফ্লাইওয়েট বিভাগে পদক জিতেছিলেন। সেইবার তার ভাগ্যে এসেছিল রুপোর পদক। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুবাইয়েও রুপো জিতেছিলেন হরিয়ানার বক্সার। তবে টোকিওতে হতাশাজনক পারফর্ম করেছিলেন অমিত। তিনি একেবারেই নিজের প্রতিভা তুলে ধরতে পারেননি।
অলিম্পিক্সে ব্যর্থতা
৫২ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার হিসাবে তিনি অলিম্পিক্সে নেমেছিলেন। ভারতের পদক জয়ের অন্যতম বড় দাবিদারও মনে করা হচ্ছিল তাকে। তবে রিও অলিম্পিক্সের রুপোজয়ী বক্সার ইয়ুবারজেন মার্টিনেজের বিরুদ্ধে ১-৪ হেরে যান অমিত। তাই এবার কমনওয়েলথ গেমসে নিজেকে প্রমাণ করতে একটু বেশিই মরিয়া হবেন ভারতীয় বক্সার। সেই প্রক্রিয়ায় শুরুটা বেশ ভালই হল।
আরও পড়ুন: জুডোতে জয়জয়কার, প্রতিপক্ষদের উড়িয়ে শেষ আটে ভারতের জসলিন, সূচিকা, বিজয়