CWG 2022: জুডোতে জয়জয়কার, প্রতিপক্ষদের উড়িয়ে শেষ আটে ভারতের জসলিন, সূচিকা, বিজয়
CWG Judo: কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতের জুডোকাদের দাপট। শেষ আটে পৌঁছে গেলেন তিন জুডোকা।
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতের জুডোকাদের দাপট। শেষ আটে পৌঁছে গেলেন তিন জুডোকা।
পুরুষদের ৬৬ কেজি বিভাগে ভারতের জসলিন সিংহ সাইনি হারিয়ে দিলেন ভানুয়াটুর ম্যাক্সেন্স কুগোলাকে। পৌঁছে গেলেন শেষ আটে। মহিলাদের ৫৭ কেজি বিভাগে জাম্বিয়ার রিতা কাবিন্দাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সূচিকা তরিয়াল। পুরুষদের ৬০ কেজি বিভাগে বিজয় কুমার যাদব জিতে পৌঁছে গিয়েছেন শেষ আটে।
হতাশ করলেন অজয়
চলতি কমনওয়েলথ গেমসে (CWG 2022) সোনার দৌড় চলছে ভারতীয় ভারোত্তোলকদের। শুরুটা করেছিলেন সঙ্কেত সরগর। তারপর গুরুরাজা পুজারি, মীরাবাঈ চানু, বাংলার অচিন্ত্য শিউলি, একের পর এক পদক এসেছে ভারোত্তোলন থেকে। সোমবার সকলের নজর ছিল অজয় কুমার সিংহের (Ajay Kumar Singh) দিকে। যিনি নেমেছিলেন পুরুষদের ৮১ কেজি বিভাগের ফাইনালে।
লড়াই করেও শেষ পর্যন্ত হতাশ করলেন রাজস্থানের ভারোত্তোলক। ৮১ কেজি বিভাগে পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি।
স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ওজন তুলেছিলেন অজয়। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ওজন তোলেন। ভারতীয় ভারোত্তোলক তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ওজন তোলেন। স্ন্যাচ রাউন্ডের শেষে তিনি ছিলেন দুই নম্বরে। তাঁর চেয়ে এক কেজি বেশি ওজন (১৪৪ কেজি) তোলেন ইংল্যান্ডের ক্রিস মারে।
ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১৭২ কেজি তুলে দেন অজয়। রাজস্থানের ভারোত্তোলক দ্বিতীয় প্রয়াসে ১৭৬ কেজি ওজন তোলেন। তবে তৃতীয় প্রয়াসে ১৮০ কেজি তুলতে গিয়েও পারেননি অজয়। সোনা জিতে নিলেন ইংল্যান্ডের ক্রিস মারেই। চতুর্থ স্থানে শেষ করলেন অজয়।
লন বলে ইতিহাস
লন বলে (Lawn Bowl) ইতিহাস ভারতীয় মহিলা দলের। মহিলাদের লন বল ফোরস সেমিফাইনালে জয়ী ভারত। ১৬-১৩ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতীয় মহিলা দল। যার অর্থ, লন বল থেকে ভারতের পদক জয় নিশ্চিত। নিদেনপক্ষে রুপো পাবেই। ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচ জিতলে সোনার পদক ছিনিয়ে নেবে ভারত। ভারতীয় দল অবশ্য এখন থেকেই সোনার পদককেই পাখির চোখ করছে।
আরও পড়ুন: বাবার শেষকৃত্য করেছিলেন ধার করে, ধান বয়ে মিলত ঘুগনি-ডিম, ইতিহাস হাওড়ার অচিন্ত্যর