Hussam Mohammed: দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষকে হেলায় হারিয়ে বক্সিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের হুসাম
CWG 2022: দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী আমজোলেলে দায়েই-কে (Amzolele Dyeyi) ৫-০ বিধ্বস্ত করে তিনি পৌঁছে গেলেন শেষ ষোলোয়।
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে বক্সিং রিংয়ে ফের ভারতের দাপট। শুক্রবার শিবা থাপা ৬৩.৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। শনিবার ৫৭ কেজি বিভাগের প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন ভারতের হুসাম মহম্মদও (Hussam Mohammed)। দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী আমজোলেলে দায়েই-কে (Amzolele Dyeyi) ৫-০ বিধ্বস্ত করে তিনি পৌঁছে গেলেন শেষ ষোলোয়।
শেষ ষোলোয় শিবাও
কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা থাপা। প্রথম ম্যাচেই অবশ্য তাঁর সামনে ছিল কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বক্সার সুলেমান বালোচ ধারে ও ভারে শিবার চেয়ে হয়তো অনেকটাই পিছিয়ে। কিন্তু হাজার হোক তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছিলেন। আর ভারত-পাক মুখোমুখি সাক্ষাৎ মানেই, সে যে ক্ষেত্রেই হোক না কেন, শুরু হয়ে যায় স্নায়ুর লড়াই। শুক্রবার যে লড়াইয়ে অঙ্ক কষে প্রতিপক্ষকে ধরাশায়ী করেন শিবা। শুরু থেকেই রিংয়ে দেখা গেল শিবার দাপট। প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ ব্যবধানে উড়িয়ে দিলেন। লাইট ওয়েল্টার বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ২৮ বছর বয়সী বক্সার। পাঁচবারের এশিয়া চ্যাম্পিয়ন বক্সারের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি বালোচ।
১ কেজির জন্য সোনা হাতছাড়া
৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে দ্বিতীয় স্থান পেলেন সঙ্কেত। তাঁর হাত ধরেই বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পদকের খাতা খুলল ভারত। সঙ্কেত স্ন্যাচে ১১৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি ওজন তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি ওজন তুলতে গিয়ে তিনি কনুইয়ে চোটও পান। সব মিলিয়ে ২৪৮ কেজি ওজন তোলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর চেয়ে মাত্র ১ কেজি ওজন বেশি তুলে সোনা জেতেন মালয়েশিয়ার আনিক।
পূজারির ব্রোঞ্জ
ভারোত্তোলনে ফের গর্বের মুহূর্ত দেখল দেশ। শনিবার ভারোত্তোলনে ভারতকে দ্বিতীয় পদক দিলেন গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি।
পুরুষদের ভারোত্তোলনে ৬১ কেজি বিভাগে মোট ২৬৯ কেজি ওজন তোলেন পূজারি। স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তোলেন তিনি। এই নিয়ে পরপর দুই কমনওয়েলথ গেমসে পদক জিতলেন গুরুরাজা। এর আগে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও পদক জিতেছিলেন তিনি।
আরও পড়ুন: ভারত জিতলেও কোচ দ্রাবিড়ের উপর বেজায় চটলেন প্রাক্তন নির্বাচক প্রধান