CWG 2022: দাপুটে জয়ে প্রি-কোয়ার্টারে লক্ষ্য সেন, কোয়ালিফাই করলেন আকর্ষিও
Commonwealth Games 2022: এককভাবে সিঙ্গেলসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধুর পাশাপাশি, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের পাকা করে ফেললেন।
বার্মিংহাম: মিক্সড দলের ফাইনালে হাতছাড়া হয়েছিল সোনা। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) এককভাবে সিঙ্গেলসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধুর পাশাপাশি, লক্ষ্য সেন (Lakshya Sen), কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth) আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের পাকা করে ফেললেন।
লক্ষ্যর দাপট
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় তরুণ শাটলার লক্ষ্য় তাঁর দ্বিগুণেরও বেশি বয়সের প্রতিপক্ষকে হেলায় হারালেন। সেন্ট হেলনার ৪৫ বছর বয়সি ভার্নন স্মিডকে কার্যত দাঁড়াতেই দেননি ১০ নম্বর শাটলার লক্ষ্য। তাঁদের ম্যাচের ফলাফল লক্ষ্যের পক্ষে ২১-১, ২১-৬। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কিদাম্বি শ্রীকান্তও নিজের ম্যাচে বেশ সহজেই জয় পেয়েছেন। তিনি ২১-৯, ২১-৯ স্কোরলাইনে ড্যানিয়েল ওয়ানাগালিয়াকে পরাস্ত করেন। বিশ্বের ১৩ নম্বর পুরুষ শাটলার শ্রীকান্ত নিজের ক্রস কোর্ট ড্রপ শটগুলির মাধ্যমেই প্রতিপক্ষকে কুপোকাত করে দেন।
লক্ষ্য, শ্রীকান্ত দাপটের সঙ্গে নিজের ম্যাচ জিতলেও কাশ্যপকে নিজের ম্যাচে জয়ের জন্য বেশ খানিকটা ঘাম ঝড়াতে হয়। তিনি পাকিস্তানের মাহুর শেহজাদের বিরুদ্ধে প্রথম গেম ২২-২০ স্কোরলাইনে জিতলেও, তাঁকে লড়াই করেই সেই গেমে জয় আদায় করতে হয়। দ্বিতীয় গেমে অবশ্য শুরুটা দারুণভাবে করেছিলেন তিনি। ৮-১ লিডেও ছিলেন আকর্ষি। এমন সময়ই পাকিস্তানি শাটলার চোট পেয়ে ম্যাচ ছাড়তে বাধ্য হন। ফলে আকর্ষিকেই ম্যাচের বিজয়ী ঘোষণা করা হয়। পরের রাউন্ডে শ্রীকান্ত দুমিন্দু আবেবিক্রমার মুখোমুখি হবেন। লক্ষ্য নামবেন লিন ঝিয়াংয়ের বিরুদ্ধে। বিশ্বের ৫৭ নম্বর তারকা আকর্ষি খেলবেন ইভা কাট্টিরজির বিরুদ্ধে।
হতাশ করলেন অশ্বিনীরা
তবে সিঙ্গলসে জয়ের মাঝে হতাশ করেন অশ্বিনী পোনাপ্পা-সুমিথ রেড্ডি জুটি। ডাবলসে তাঁরা লড়াই করেও স্ট্রেট গেমে ১৮-২১, ১৬-২১ স্কোরলাইনে হেরে যান। ক্যালাম হেমিং ও জেসিকা পাঘের কাছে হারেন এই ডাবলস জুটি।।
আরও পড়ুন: ফাইনালে যাওয়ার সুযোগ সবিতা পুণিয়াদের, টিটি ম্যাচের গুচ্ছ, এক নজরে ভারতীয়দের গোটা দিনের সূচি