![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CWG 2022, India Schedule Today: ফাইনালে যাওয়ার সুযোগ সবিতা পুণিয়াদের, টিটি ম্যাচের গুচ্ছ, এক নজরে ভারতীয়দের গোটা দিনের সূচি
Commonwealth Games 2022: ফাইনালে পৌঁছনোর হাতছানি রয়েছে ভারতীয় মহিলা হকি দলের সামনে। এক নজরে কমনওয়েলথে আজকে ভারতীয়দের সম্পূর্ণ সূচি।
![CWG 2022, India Schedule Today: ফাইনালে যাওয়ার সুযোগ সবিতা পুণিয়াদের, টিটি ম্যাচের গুচ্ছ, এক নজরে ভারতীয়দের গোটা দিনের সূচি Commonwealth Games 2022 Day 8 India Full Schedule: What is India's schedule today in CWG Birmingham, know details CWG 2022, India Schedule Today: ফাইনালে যাওয়ার সুযোগ সবিতা পুণিয়াদের, টিটি ম্যাচের গুচ্ছ, এক নজরে ভারতীয়দের গোটা দিনের সূচি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/76ba39fd8b84cd01b117bc6baaea91e11659674898_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিংহাম: বার্মিংহামে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে মহিলাদের লন বল। শুক্রবারের শুরুটা সেই লন বল দিয়েই হচ্ছে। এছাড়া রয়েছে একগুচ্ছ টেবিল টেনিস, ব্যাডমিন্টন ম্যাচ। ফাইনালে পৌঁছনোর হাতছানি রয়েছে ভারতীয় মহিলা হকি দলের সামনে। এক নজরে কমনওয়েলথে আজকে ভারতীয়দের সম্পূর্ণ সূচি।
লন বল
দুপুর ১- মহিলাদের পেয়ার্স (কোয়ার্টার ফাইনাল)
বিকেল ৪.৩০- পুুরুষদের ফোরর্স (কোয়ার্টার ফাইনাল)
টেবিল টেনিস
দুপুর ২- মণিকা বাত্রা-সাথিয়ান জ্ঞানসেকরন (মিক্সড ডাবলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
শরথ কমল-শ্রীজা অকুলা (মিক্সড ডাবলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
দুপুর ৩.১৫- মণিকা বাত্রা (মহিলাদের সিঙ্গেলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
রিথ টেনিসন (মহিলাদের সিঙ্গেলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
শ্রীজা অকুলা (মহিলাদের সিঙ্গেলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
দুপুর ৩.৫৫- শরথ কমল-সাথিয়ান জ্ঞানসেকরন (পুরুষদের ডাবলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
হরমীত দেশাই-সানিল শেট্টি (পুরুষদের ডাবলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
বিকেল ৪.৩০- মণিকা বাত্রা-দিয়া চিতালে (মহিলাদের ডাবলস রাউন্ড অফ ৩২)
বিকেল ৫.০৫- শরথ কমল (পুরুষদের সিঙ্গেলস রাউন্ড অফ ৩২)
বিকেল ৫.৪৫- সাথিয়ান জ্ঞানসেকরন (পুরুষদের সিঙ্গেলস রাউন্ড অফ ৩২)
সানিল শেট্টি (পুরুষদের সিঙ্গেলস রাউন্ড অফ ৩২)
রাত ৯.৩০- শ্রীজা অকুলা-রিথ টেনিসন (মহিলাদের ডাবলস রাউন্ড অফ ৩২)
প্যারা টেবিল টেনিস
দুপুর ২.৪০- সোনালবেন পটেল (মহিলাদের সিঙ্গেলস ক্লাস ৩-৫ সেমিফাইনাল)
দুপুর ২.৪০- ভাবিনা পটেল (মহিলাদের সিঙ্গেলস ক্লাস ৩-৫ সেমিফাইনাল)
দুপুর ২.৪০- রাজ অরবিন্দন (পুরুষদের সিঙ্গেলস ক্লাস ৩-৫ সেমিফাইনাল)
কুস্তি
দুপুর ৩- মোহিত গরেওয়াল (পুরুষদের ফ্রি স্টাইল ১২৫ কেজি)
বজরঙ্গ পুণিয়া (পুরুষদের ফ্রি স্টাইল ৬৫ কেজি)
দীপক পুণিয়া (পুরুষদের ফ্রি স্টাইল ৮৬ কেজি)
অন্সু মালিক (মহিলাদের ফ্রি স্টাইল ৫৭ কেজি)
দিব্যা কাঁকরণ (মহিলাদের ফ্রি স্টাইল ৬৮ কেজি)
সাক্ষী মালিক (মহিলাদের ফ্রি স্টাইল ৬২ কেজি)
অ্যাথলেটিক্স
দুপুর ৩.০৬- জ্যোতি ইয়ারাজি (মহিলাদের ১০০ মিটার হার্ডেল)
বিকেল ৪.১০- অ্যান্সি সোজান (লং জাম্প কোয়ালিফাইং)
বিকেল ৪.১৯- পুরুষদের ৪*৪০০ মিটার রিলে দৌড়
রাত ১২.৫৩- হিমা দাস (মহিলাদের ২০০ মিটার)
ব্যাডমিন্টন
বিকেল ৪.১০- জলি টেরেসা-গায়েত্রী গোপীচাঁদ (মহিলাদের প্রি-কোয়ার্টার ফাইনাল)
বিকেল ৫.৩০- কিদাম্বি শ্রীকান্ত (পুরুষদের সিঙ্গেলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
সন্ধে ৬.১০- পিভি সিন্ধু (মহিলাদের সিঙ্গেলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
রাত ১১.২০- আরক্ষী কাশ্যপ ((মহিলাদের সিঙ্গেলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
লক্ষ্য সেন (পুরুষদের সিঙ্গেলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
রাত ১২- সাত্ত্বিকসরাজ রেড্ডি-চিরাগ শেট্টি (পুরুষদের ডাবলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
স্কোয়াশ
রাত ১০.৩০- জ্যোৎস্না চিনাপ্প-দীপিকা পাল্লিকেল (মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনাল)
রাত ১১.১৫- ভেলাভান সেন্থিলকুমার-অভয় সিংহ (পুরুষদের ডাবলস প্রি-কোয়ার্টার ফাইনাল)
রাত ১২- দীপিকা পাল্লিকেল-সৌরভ ঘোষাল (মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল)
হকি
রাত ১২.৪৫- ভারতীয় মহিলা দল (সেমিফাইনাল)
আরও পড়ুন: ইতিমধ্য়েই ঝুলিতে ছয়টি সোনা, চলতি গেমসে পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)