Mirabai Chanu: জাতীয় পতাকা হাতে আত্মীয়দের নিয়ে নাচছেন মা, ভিডিও পোস্ট করলেন চানু
CWG 2022: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে ভারোত্তোলনে সোনা জিতেছেন। দেশকে উপহার দিয়েছেন গর্বের মুহূর্ত। যে আনন্দে মাতোয়ারা মণিপুরের রাজধানী ইম্ফলে বসবাসকারী চানুর পরিবার।
বার্মিংহাম: হাতে ধরা জাতীয় পতাকা। পরনে মণিপুরের ঐতিহ্যবাহী পোশাক। দল বেঁধে কোমর দোলাচ্ছেন তাঁরা। একে অপরের হাত ধরে। সুরের তালে তালে।
ভাইরাল ভিডিও
তাঁরা মীরাবাঈ চানুর (Mirabai Chanu) পরিবারের সদস্য। রয়েছেন চানুর মা-ও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন স্বয়ং চানু। যিনি কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে ভারোত্তোলনে সোনা জিতেছেন। দেশকে উপহার দিয়েছেন গর্বের মুহূর্ত। যে আনন্দে মাতোয়ারা মণিপুরের রাজধানী ইম্ফলে বসবাসকারী চানুর পরিবার। তাই তেরঙা হাতে অভিনব উৎসব করলেন। চানু ভিডিওটি ট্যুইট করে লিখলেন, 'আমার মা ও আত্মীয়রা জয়ের উৎসব করছেন'। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
পাখির চোখ বিশ্ব চ্যাম্পিয়নশিপ
কমনওয়েলথ গেমসে (CWG 2022) তিনি রেকর্ড গড়েছেন। ভারোত্তোলনে সোনা জিতেছেন। চলতি কমনওয়েলথ গেমসে এটাই ভারতের প্রথম সোনা। আর সেই সাফল্যের পরই পরবর্তী লক্ষ্য সাজিয়ে ফেলেছেন সাইখম মীরাবাঈ চানু (Mirabai Chanu)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়কে পাখির চোখ হিসাবে দেখছেন ভারতীয় অ্যাথলিট।
শনিবার পদকজয়ের পর চানু বলেছেন, 'আমি খুব খুশি। রেকর্ড গড়তে পেরেছি। অলিম্পিক্সের পর আমার কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। দেশকে প্রথম সোনা দিতে পারার চেয়ে বেশি খুশি আর কিছুতে হয় না।' চানু যোগ করেছেন, 'আমি ভেবে এসেছিলাম নিজের সঙ্গে লড়াই করব। সেটাই করেছি। স্ন্যাচে ৯০ কেজি তুলতে চেষ্টা করেছিলাম। না পারলেও আত্মবিশ্বাস বেড়েছিল।'
২০১৮ সালে গোল্ড কোস্ট, গত বছর টোকিও অলিম্পিক্সে পদক জেতার পর কমনওয়েলথ গেমসেও পদক। তাও আবার সোনা। সাফল্য কাকে উৎসর্গ করবেন? চানু বলছেন, 'কোচ ও পরিবারকে সোনা উৎসর্গ করলাম।' যোগ করেছেন, 'সকলকে বলব, সোনা না হোক, যে কোনও পদক জেতো।' পরবর্তী লক্ষ্য? চানুর কথায়, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও প্রত্যয়ী হয়ে নামব। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্বরেকর্ড করার চেষ্টা করব।'