এক্সপ্লোর
Urvil Patel: আইপিএলে ব্রাত্য, তবে সৈয়দ মুস্তাক আলিতে ইতিহাস গড়েই চলেছেন গুজরাত তারকা
SMAT 2024: সৈয়দ মুস্তাক আলিতে আজ উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৪১ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন গুজরাতের কিপার-ব্যাটার উর্ভিল পটেল।

গুজরাতের হয়ে বিধ্বংসী মেজাজে উর্ভিল (ছবি: উর্ভিলের ইনস্টাগ্রাম)
1/9

গত মরশুমের আইপিএলে গুজরাত টাইটান্সের অংশ ছিলেন তরুণ তুর্কি।
2/9

কিন্তু এবারের আইপিএল নিলামে উর্ভিল পটেলের জন্য ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই দর হাঁকায়নি।
3/9

তবে আইপিএল নিলামের পর থেকেই বিধ্বংসী ফর্মে উর্ভিল। তাঁর ফর্ম দেখে প্রশ্ন উঠছে, ফ্র্যাঞ্চাইজিরা তাঁকে না নিয়ে ভুল করল না তো?
4/9

গুজরাতের হয়ে খেলা তরুণ কিপার-ব্যাটার দিনকয়েক আগেই ইতিহাস গড়েছিলেন। দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে ২৮ বলে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।
5/9

আজ সৈয়দ মুস্তাক আলিতে চলতি মরশুমের পঞ্চম ম্যাচে ফের একবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে আরেকটু বেশি সময় নিলেন তিনি।
6/9

আরও স্পষ্টভাবে বললে, আট বল বেশি নিলেন তিনি। ৩৬ বলে এল তাঁর সেঞ্চুরি।
7/9

৪১ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন গুজরাতের কিপার-ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই গুজরাত খুব সহজেই ১৮৩ রান তাড়া করতে নেমে আট উইকেট ও ৪১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
8/9

এদিনের সেঞ্চুরিতে আরও একবার ইতিহাস গড়লেন উর্ভিল।
9/9

তিনিই বর্তমানে একমাত্র ভারতীয় ব্যাটার যার দখলে ৪০-র কম বলে একাধিকবার সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে। প্রশ্ন উঠছে আইপিএল কিপার-ব্যাটারের ব্রাত্য হওয়াটা কতটা যুক্তিসঙ্গত। ছবি- উর্ভিলের সোশ্যাল মিডিয়া
Published at : 03 Dec 2024 09:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
