Cyber Crime: ডোনার নামে ভুয়ো ফেসবুক পেজ! লালবাজারে অভিযোগ
ঘটনাটি জানাজানি হতেই হইচই শুরু হয়েছে। কারণ, যাঁর নামে ভুয়ো ফেসবুক পেজ খোলা হয়েছে, তিনি আর কেউ নন, ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী!
![Cyber Crime: ডোনার নামে ভুয়ো ফেসবুক পেজ! লালবাজারে অভিযোগ Cyber Crime: Fake facebook page of Dona Ganguly complaint lodged at Lalbazar, shares Exclusively with ABP LIve Cyber Crime: ডোনার নামে ভুয়ো ফেসবুক পেজ! লালবাজারে অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/502201bb19364bc91989b85ca9d8e1eb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভুয়ো ফেসবুক পেজ খুলে একের পর এক পোস্ট। যা রুখতে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে দায়ের হল অভিযোগ।
ঘটনাটি জানাজানি হতেই হইচই শুরু হয়েছে। কারণ, যাঁর নামে ভুয়ো ফেসবুক পেজ খোলা হয়েছে, তিনি আর কেউ নন, ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী!
সম্প্রতি গঙ্গোপাধ্যায় পরিবার ও ঘনিষ্ঠদের অনেকেই লক্ষ্য করেন যে, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। যে পেজ থেকে সারাদিন একের পর এক পোস্ট করা হচ্ছে। এবং সেই সমস্ত পোস্টের সঙ্গে ডোনার কোনও সম্পর্ক থাকার কথাই নয়। কিছু পোস্ট আপত্তিকরও। যা দেখে সকলে নড়েচড়ে বসেন। ডোনা পরিবার ও বন্ধুদের জানান যে, ওই পেজটি তাঁর নয়। তারপরই ভুয়ো পেজটির বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এবিপি আনন্দকে ডোনা জানালেন, তাঁর নামে ফেসবুকে ভুয়ো পেজ খোলা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। বেহালার বীরেন রায় রোডের গঙ্গোপাধ্যায় পরিবারের ঘনিষ্ঠরা অবশ্য পুলিশের ভূমিকায় কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। বলা হচ্ছে, অভিযোগ পাওয়ার পরেও কিছু পদক্ষেপ করেনি পুলিশ। পেজটি বহাল তবিয়তেই রয়েছে সোশ্যাল মিডিয়ার মঞ্চে।
মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক সার্ফ করে দেখা গেল, যে পেজটির বিরুদ্ধে অভিযোগ, এদিন সন্ধ্যাতেও সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে। পেজটির ফলোয়ার নেহাত কম নয়। ৭৭ হাজার ১৩৪ জন পেজটিকে লাইক করেন। ফলো করেন ৭৮ হাজার ২৬৯ জন।
এর আগে সৌরভ-ডোনার কন্যা সানার নামে ভুয়ো ফেসবুক পেজ খোলা হয়েছিল। সেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্টও করা হতো। এবার সৌরভ-ঘরণি তথা নামী ওড়িশি নৃত্যশিল্পী ডোনার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ। মঙ্গলবার ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে প্রত্যেক বছরের মতোই বাগদেবীর আরাধনা হয়। সেখানে হাজির ছিলেন সৌরভ। সৌরভ-ডোনা-সানাকে খোশমেজাজে দেখা গিয়েছে। তবে তারই মধ্যে ভুয়ো ফেসবুক পেজ নিয়ে ডোনার মনে জড়ো হয়ে রয়েছে উদ্বেগও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)