দলে রাখা হয়নি, নির্বাচকদের পরিহাস করে বিরাটের কাছে ‘ক্ষমা’ চাইলেন স্টেইন
স্কোয়াডে রাখা হয়নি স্পিডস্টার ডেইল স্টেইনকেও। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি।
জোহানেসবার্গ: আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর, একমাসেরও বেশি সময়ের এই সফরে ভারতীয় দলের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। ইতিমধ্যেই এই সফরের জন্য দল ঘোষণাও হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি দলের জন্য অধিনায়ক করা হয়েছে কুউন্টন ডি কক-কে। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ফাফ দুপ্লেসিই। উল্লেখযোগ্যভাবে, এই সিরিজে খেলছেন না আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। স্কোয়াডে রাখা হয়নি স্পিডস্টার ডেল স্টেইনকেও। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি।
Apologies to Virat and a billion people for thinking they not
— Dale Steyn (@DaleSteyn62) August 13, 2019
ভারত সফরে তাঁকে পাওয়া যাবে না, আগেই জানিয়েছিলেন ক্রিস। তবে স্টেইন কেন দলে নেই, তা নিয়েই উঠছে প্রশ্ন। ক্রিকেট লেখিয়ে নেইল ম্যানথরপের এক ট্যুইট প্রশ্নের জবাবে স্টেইন নিজেই জানিয়েছেন, তিনি ভারত সফরের জন্য প্রস্তুত ছিলেন। তবে কেন তাঁকে রাখা হল না, সেটা তাঁর জানা নেই।
এরপর আরও একধাপ এগিয়ে নতুন নির্বাচকমণ্ডলীকেও কার্যত একহাত নেন তিনি। নেইল ম্যানথরপ লেখেন, “নতুন নির্বাচকরা নিশ্চয়ই তোমাকে বড় ম্যাচের জন্য বাঁচিয়ে রাখছে।” যার উত্তরে প্রোটিয়া তারকা ঘুরিয়ে খোঁচা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নবনির্মিত ক্রিকেট নির্বাচকদেরই। সেই প্রসঙ্গে নির্বাচকদের উদ্দেশে পরিহাস করে বিরাটের কাছে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন ডেল স্টেইন।