DC-W vs MI-W Final LIVE: ন্যাটের ব্যাটে খেতাব জয় মুম্বইয়ের, ৭ উইকেটে দিল্লিকে হারালেন হরমনপ্রীতরা
DC-W vs MI-W Final WPL 2023 LIVE: এই দুই দলের টুর্নামেন্টের প্রথমবার সাক্ষাতে জয় পেয়েছিল মুম্বই, তবে দ্বিতীয় সাক্ষাতে মুম্বইকে হারায় দিল্লি।
LIVE
Background
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে নামতে চলেছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। রান তাড়া করতে নেমে ১১ ওভারেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মেগ ল্য়ানিং বাহিনী। তার জন্যই পয়েন্ট টেবিলে একদম শীর্ষে পৌঁছে গিয়েছিল দিল্লি।
প্রথমবারের উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনালে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আজই টুর্নামেন্টের ফাইনালে লড়াইয়ে নামতে চলেছে ২ দল। উদ্বোধনী মরসুমে ট্রফি জয়ের হাতছানি। তবে লড়াই যে অত সহজ হবে না মানছেন দিল্লক্য়াপিটালসের ক্যাপ্টেন মেগ ল্য়ানিংও। গ্রুপ পর্বে শীর্ষে থেকে ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছিল দিল্লি। অন্যদিকে মুম্বই দ্বিতীয় দল হিসেবে লিগ পর্ব থেকে প্লে অফে পৌঁছেছিল। পরে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে তারা ফাইনালে চলে যায়। ফাইনালে নামার আগে সাংবাদিক বৈঠকে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন মেগ ল্যানিং।
সতর্ক ল্যানিং
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অজি তারকা ব্যাটার বলেন, ''ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ওঁদের খেলা দেখেছি। দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে ওঁদের দলে। ওঁরা নিজেদের দিনে সেরা পারফর্মার। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমরা আত্মবিশ্বাসীও।'' তিনি আরও বলেন, ''লড়াইটা কঠিন হবে। কিন্তু আমাদের এত কিছুর ভাবার সময় নেই। ভেবেও লাভ নেই। গোটা টুর্নামেন্টেই আমরা দল হিসেবে দারুণ খেলেছি। সেই খেলাটাই খেলে যেতে চাই। ফাইনালটা সবাই উপভোগ করতে চাই। বাড়তি চাপ নিতে চাই না। মেয়েদের আমি উদ্বুদ্ধ করতে চাই। এটাই বলব সবাই ক্রিকেটটা উপভোগ কর। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। যা সুযোগ আসবে, তা লুফে নিতে হবে।''
ভয়ঙ্কর ওপেনিং পার্টনারশিপ
অপরদিকে, ফাইনালে নামার আগে দিল্লির ওপেনিং জুটিকে সমীহ করছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি বলছেন, ''এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা ওপেনিং জুটি দিল্লি ক্যাপিটালসের। আমাদের বিরুদ্ধে ও অন্য়ান্য দলের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করেছে মেগ-শেফালি জুটি। আমরা খুব ভাল করেই জানিয়ে যে ওঁরা সেট হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই আমাদের প্রথমেই দিল্লির ওপেনিং জুটিকে ফেরাতে হবে।''
DC-W vs MI-W Final LIVE Updates: প্রথম ডব্লিউপিএল খেতাব মুম্বইয়ের
চাপের মুখে ন্যাট সিভার-ব্রান্টের অনবদ্য ইনিংসে খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স। ৬০ রানে অপরাজিত থাকেন ন্যাট। শেষমেশ শিখা পাণ্ডেদের লড়াই জলেই গেল। তিন বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল মুম্বই।
DC-W vs MI-W Final Score Updates: দুর্দান্ত ওভার
চাপের মুখে অনবদ্য এক ওভার করলেন শিখা পাণ্ডে। ১৮তম ওভারে মাত্র ৫ রান খরচ করলেন শিখা। দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য ২১ রানের প্রয়োজন।
DC-W vs MI-W Final LIVE Updates: টাইম আউটের পরেই সাফল্য
টাইম আউটের শেষে ম্যাচ শুরুর হওয়ার পর প্রথম বলেই সাফল্য পেল দিল্লি। ৩৭ রানে সাজঘরে ফিরলেন সেট হরমনপ্রীত কৌর। ৯৫ রানে তৃতীয় উইকেট হারাল মুম্বই।
DC-W vs MI-W Final Score Updates: হাড্ডাহাড্ডি লড়াই
অল্প রানেও হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে দিল্লি। ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৮৭/২। শেষ ৫ ওভারে মুম্বইয়ের জন্য ৪৫ রান করতে হত। ন্যাট ২৮ ও হরমনপ্রীত ৩৬ রানে ব্যাট করছেন।
DC-W vs MI-W Final LIVE Updates: চাপের মুখে অর্ধশতরানের পার্টনারশিপ
ন্যাট সিভার-ব্রান্ট ও হরমনপ্রীত কৌর তৃতীয় উইকেটে মুম্বইয়ের হয়ে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেললেন। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬৭/২। হরমনপ্রীত ২২ ও ন্যাট ২৩ রানে ব্যাট করছেন।