‘ধোনি বকেছে’, চাহার ‘শিখেছে’
২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে শুরু করেন দীপক।
নয়াদিল্লি: নায়ক দীপক চাহার। আর দীপক চাহারের নায়ক হয়ে ওঠার নেপথ্য নায়ক মহেন্দ্র সিংহ ধোনি। নিজের পারফর্ম্যান্সের জন্য কেবল ধন্যবাদই নয়, ধোনিকে কৃতিত্বও দিলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারকা। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় মাহি তাঁকে অনেক বকেছেন। এমএস-এর বকাবকিতেও যে তিনি অনেকটা শিখেছেন সে কথাই অবলীলায় জানালেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক দীপক।
২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে শুরু করেন দীপক। এরপরই মাহির নেতৃত্বে তিনি হয়ে ওঠেন চেন্নাইয়ের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। মাহিই চাহারের হাতে তুলে দিয়েছেন নতুন বল। ডেথ ওভারেও উইকেটের পিছন থেকে ধারাবাহিকভাবে বলে গিয়েছেন কোথায় বল করতে হবে। আইপিএল-এর সেই শিক্ষার ফলই চাহার এবার পাচ্ছেন আন্তর্জাতিক স্তরে।
৭ রান দিয়ে ৬ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে আর কোনও বোলারের এই কৃতিত্ব নেই। আর তাঁর এই পারফর্ম্যান্সের সৌজন্যেই বাংলাদেশের বিরুদ্ধে নাগপুর টি-টোয়েন্টি এবং সিরিজ উভয়ই জেতে ভারত। চাহারের কথায়, “আমি আইপিএল-কে কৃতিত্ব দেব। সিএসকে এবং ধোনি ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে একজন ব্যাটসম্যানের শরীরী ভাষা বুঝব, ধোনি ভাইয়ের থেকেই শিখেছি। ও মাঠে আমাকে অনেকবার বকেছে। আমি সেই ঘটনাগুলো থেকেও শিখেছি।”