![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Deepak Chahar: ফের ধাক্কা ভারতীয় শিবিরে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চাহার
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য যশপ্রীত বুমরার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দীপক চাহারও।
![Deepak Chahar: ফের ধাক্কা ভারতীয় শিবিরে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চাহার Deepak Chahar ruled out of T20 World Cup, Mohammed Shami, Mohammed Siraj and Shardul Thakur to fly to Australia Deepak Chahar: ফের ধাক্কা ভারতীয় শিবিরে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চাহার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/12/f40209a2b9b69b24c5158066daf376e3166557094681150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরু হওয়ার আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে (Team India)। চোটের জন্য যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দীপক চাহারও (Deepak Chahar)। যদিও চাহার ছিলেন মহম্মদ শামির সঙ্গে ভারতের রিজার্ভ দলে।
পিঠের চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে রয়েছেন চাহার। খেলতে পারেননি আইপিএলেও। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজে দলে ফিরেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন। কিন্তু আবার চোট পান। সেই চোট তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে দিল। আপাতত দীপক চাহার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সেখানেই রিহ্যাব চলছে তাঁর।
অস্ট্রেলিয়ার পথে ৩ পেসার
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তিন পেসার। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে যশপ্রীত বুমরার স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি।
তবে সূত্রের খবর, তিনজন রিজার্ভ ক্রিকেটার - শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারের কেউই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তাঁদের মধ্যে পিঠের চোটের জন্য দীপক চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।
ভারতের মূল দল ৬ অক্টোবর বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিল। রোহিত শর্মারা পারথে আছেন। সেখানে এক সপ্তাহ ধরে প্রস্তুতি শিবির চলছে ভারতের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত। সেই ম্যাচে ১৩ রানে জিতেছিলেন রোহিতরা। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
আরও পড়ুন: বোর্ডে সৌরভের ব্রাত্য হওয়ার মঞ্চেই আইপিএল গভর্নিং কাউন্সিলে ঢোকার পথে অভিষেক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)