এক্সপ্লোর
৬ বছর পরে তিরন্দাজি বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে সোনা দীপিকা কুমারীর

সল্টলেক সিটি: ৬ বছর পর ফের তিরন্দাজি বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন দীপিকা কুমারী। মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটিতে আজ বিশ্বকাপের স্টেজ থ্রি-র রিকার্ভে ফাইনালে জার্মানির মিশেল ক্রোপেনকে ৭-৩-এ হারিয়ে দেন এই ভারতীয় তিরন্দাজ। এই জয়ের ফলে এ বছরের অক্টোবরে তুরস্কের স্যামসুনে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের ফাইনালের যোগ্যতা অর্জন করলেন দীপিকা। তিরন্দাজি বিশ্বকাপে এর আগে ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৫ সালে রুপো পেয়েছিলেন দীপিকা। তিনি শেষবার সোনা পান ২০১২ সালে। আজ ফের সোনা জিতলেন। এই জয়ের পর দীপিকা বলেছেন, ‘অবশেষে! আমি এই সোনা জেতার পর এই কথাটাই বলি। আমি নিজেকে বারবার বলছিলাম, সেরাটা দিতে হবে। এবার আমার সময় আসছে। হার-জিতের কথা ভুলে খেলা উপভোগ করতে হবে। বিশ্বকাপের ফাইনালের যোগ্যতা অর্জন করে আমি স্বস্তি পাচ্ছি আবার পাচ্ছিও না। আমি কিছু আশা করছি না। এই মুহূর্তে শুধু নিজের খেলা উপভোগ করছি। আমি নিজের খেলা উপভোগ করতে চাই।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















