এক্সপ্লোর
পঞ্জাবকে ৫১ রানে হারিয়ে দিল দিল্লি

নয়াদিল্লি: কিংস ইলেভেন পঞ্জাবকে ৫১ রানে হারিয়ে এবারের আইপিএল-এ টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস। জয়ের নায়ক দুই ব্যাটসম্যান স্যাম বিলিংস ও কোরে অ্যান্ডারসন এবং তিন বোলার ক্রিস মরিস, শাহবাজ নাদিম ও প্যাট কামিন্স। আজ প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান করে দিল্লি। বিলিংস ৫৫ এবং অ্যান্ডারসন ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৭ রান করে পঞ্জাব। অক্ষর পটেল ৪৪ রান করেন। মরিস তিনটি এবং নাদিম ও কামিন্স দুটি করে উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















