বিশ্বকাপে চোট পাওয়ার ৩৮ দিন পর যুবরাজের জন্য ব্যাট ধরলেন শিখর ধবন, দেখুন ভিডিও
একমাসেরও বেশি সময় পর ব্যাট ধরলেন শিখর ধবন।
নয়াদিল্লি: একমাসেরও বেশি সময় পর ব্যাট ধরলেন শিখর ধবন। শেষবার ব্যাট হাতে শিখরকে দেখা গিয়েছিল গত মাসের ৯ তারিখ। বিশ্বকাপে দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস, ১০৯ বলে ১১৭ রান, তারপর আর ব্যাটিং করার সুযোগ পাননি শিখর। ওই ম্যাচেই আঙুলে চোট পেয়ে গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতে হয় দিল্লির এই ব্যাটসম্যানকে। ইতিমধ্যেই বিশ্বকাপও শেষ হয়ে গিয়েছে। চোট সারিয়ে কামব্যাকের পথে শিখরও। বৃহস্পতিবার শিখর ধবন গ্লাভস পরে ব্যাট হাতে বটল ক্যাপ চ্যালেঞ্জে সামিল হলেন। সেই ভিডিও নিজেই পোস্ট করেলেন ট্যুইটারে।
Yuvi Paaji, here is my #BottleCapChallenge! This is the first time I am picking my bat up after my injury..feels good to be back! ???? @YUVSTRONG12 pic.twitter.com/NaFADCbV8K
— Shikhar Dhawan (@SDhawan25) July 18, 2019
প্রসঙ্গত, শিখর সহ ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর, ক্রিস গেইলকে বটল ক্যাপ চ্যালেঞ্জ দিয়েছেন যুবরাজ। চোট সারিয়ে সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন শিখর। ব্যাট হাতে নেমে পরলেন নেটে।
নিজের ভিডিও পোস্ট করে শিখর ধবন লিখেছেন, “চোট পাওয়ার পর এই প্রথম ব্যাট ধরলাম। খেলায় ফিরে ভাল লাগছে।”