এক্সপ্লোর
Advertisement
ঋষভের দুরন্ত শতরান, পাল্টা ধবন-উইলিয়ামসন যুগলবন্দিতে ৯ উইকেটে জয় হায়দরাবাদের
নয়াদিল্লি: লড়াইটা ছিল এক নম্বরের সঙ্গে আট নম্বরের। ৬৩ বলে ১২৮ রানের দুরন্ত ইনিংসে লড়াই জমিয়ে দিয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু তাঁর দুর্ভাগ্য, দলের আর কেউ সঙ্গ দিতে পারলেন না। ফলে এক নম্বর দলই জিতে গেল। সানরাইজার্স হায়দরাবাদের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধবন ও কেন উইলিয়ামসন নায়ক হয়ে গেলেন। ঋষভকে পরাজিত নায়ক হয়েই মাঠ ছাড়তে হল।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৭ রান করে দিল্লি। ঋষভ ছাড়া আর কেউ বড় রান পাননি। তাঁর ৬৩ বলের ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও সাতটি ছক্কা। শাকিব আল হাসান জোড়া উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই অ্যালেক্স হেলসের (১৪) উইকেট হারায় হায়দরাবাদ। কিন্তু এরপর শুরু হয় ধবন ও উইলিয়ামসনের দাপট। দিল্লির বোলারদের কাছে এর কোনও জবাব ছিল না। ধবন ৫০ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। উইলিয়ামসন ৫৩ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন। তাঁদের জুটিতে যোগ হয় ১৭৬ রান। এর ফলেই দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে দিল হায়দরাবাদ। উইলিয়ামসনরা ১১ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে চলে গেলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement