কিদম্বি শ্রীকান্তকে নিজের স্বাক্ষরিত ব্যাট পাঠালেন ধোনি
নয়াদিল্লি: মহেন্দ্রে সিংহ ধোনির খেলার ভক্ত শুধুমাত্র যে আমজনতা, তা নয়। সেই তালিকায় রয়েছেন দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রের নক্ষত্ররাও। তেমনই একজন হলেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় কিদম্বি শ্রীকান্ত।
সম্প্রতি, নিজের মুখে কিদম্বি জানান, যে তিনি ধোনির বিরাট ভক্ত। একইসঙ্গে, বিসিসিআই-এর নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদের কাছে আবদার করেন, ধোনির থেকে কোনও একটা যে কোনও উপহার জোগাড় করে দিতে।
বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলারের সেই আবদার মাহির কাছে পৌঁছে দেন প্রসাদ। জবাব দিতে দেরি করেননি দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। নিজের একটি স্বাক্ষরিত ব্যাট পাঠিয়ে দেন কিদম্বিকে।
প্রসঙ্গত, কিদম্বির বাবা প্রসাদকে উইকেট-কিপিং শিখিয়েছিলেন। সেই সূত্রে কিদম্বির পরিবারের সঙ্গ সুসম্পর্ক রয়েছে প্রসাদের। গতকাল, হায়দরাবাদে গোপীচাঁদ অ্যাকাডেমির উদ্বোধন করার সময় কিদম্বির হাতে ধোনির ব্যাট তুলে দেন প্রসাদ।
বলেন, কিদম্বির আবদার শুনে ভীষণ খুশি হন ধোনি। জানিয়ে রাখেন, তিনি নিজে যেহেতু ব্যাডমিন্টন খেলেন, তাই ভারতীয় ব্যাডমিন্টনের খেলাগুলি তিনি ভীষণ দেখেন।
https://twitter.com/srikidambi/status/998088315021672448