এক্সপ্লোর
ধোনির গ্লাভস থেকে প্রতীক সরাতে হবে, বিসিসিআই-এর আবেদনের উত্তরে জানালো আইসিসি
বিসিআই এর যুক্তি, বিশ্বকাপের প্রথম ম্যাচে ধোনি কিপিং গ্লাভসে যে প্রতীক ব্যবহার করেছেন, তা সেনার ব্যাজ নয়। ধোনি আইসিসির কোনও নিয়ম ভাঙেননি।

লন্ডন: ধোনির গ্লাভসে কিছুটা প্যারা স্পেশাল ফোর্সের জওয়ানদের আত্মবলিদানের স্মারকের মতো দেখতে ডানাওয়ালা ছুরি চিহ্ন ব্যবহারের অনুমতি দিল না আইসিসি। যদিও ধোনির পাশে দাঁড়িয়ে আইসিসির কাছে বিসিসিআই গ্লাভসে ওই চিহ্ন ব্যবহার করতে দেওয়ার আবেদন জানায়। বিসিআই এর যুক্তি, বিশ্বকাপের প্রথম ম্যাচে ধোনি কিপিং গ্লাভসে যে প্রতীক ব্যবহার করেছেন, তা সেনার ব্যাজ নয়। ধোনি আইসিসির কোনও নিয়ম ভাঙেননি। তাই আইসিসিকে আবেদন জানানো হয়, ধোনি যেন ওই প্রতীক তাঁর কিপিং গ্লাভসে ব্যবহার করতে পারেন। কিন্তু বিসিসিআইয়ের আবেদনে সাড়া দিল না আইসিসি। ধোনিকে উইকেট কিপিংয়ের গ্লাভসে ওই প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হল না। সেনাবাহিনীর প্রতি ধোনির ভালবাসা নতুন নয়। তিনি কিছুদিন প্যারা রেজিমেন্টের প্রশিক্ষণও ২০১১ সালে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদা পান ধোনি। পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতীয় দল সেনাবাহিনীর টুপি পরে খেলতে নামে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















