এক্সপ্লোর
চ্যাম্পিয়ন খেলোয়াড়কে এভাবে সমালোচনা করা যায় না, ধোনির পাশে দাঁড়িয়ে বললেন চেন্নাই সুপার কিংসের কোচ

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন অজি ক্রিকেটার তথা আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের কোচ মাইক হাসি। তিনি বলেছেন, ধোনি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার, তা সবাই জানেন। দুটি একটা-দুটো ম্যাচ নিয়ে তাঁর সমালোচনা করা উচিত নয়। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে দুটি ম্যাচে ধোনি খুবই ঢিমে ব্যাটিং করেন। দুই ইনিংসে ৩৭ ও ৪২ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৬৩-র কম। দুটি ম্যাচেই হেরে যায় ভারত। ধোনির ঢিমে ব্যাটিং দেখে দর্শকরাও হতাশ হন। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের একাংশ ধোনির তীব্র সমালোচনা শুরু করেন। একটা সময় জল্পনা চলছিল যে, ধোনি অবসর ঘোষণা করতে পারেন। যদিও ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ান। এবার আইপিএলে ধোনির প্রাক্তন সহ খেলোয়াড় তথা বর্তমান কোচ সমালোচকদের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, একটা-দুটো ম্যাচ নিয়ে কথা হচ্ছে। কিন্তু আমরা সবাই জানিয়ে ধোনির উইকেটে থিতু হতে কিছুটা সময় লাগে। হাসি বলেছেন, ইনিংসের শেষের দিকে রানের গতি বাড়ানোর ক্ষমতা রয়েছে ধোনির। ও পরিস্থিতি অনুযায়ী খেলে। একটা-দুটো ম্যাচ নিয়ে ওর সমালোচনাকে আমি পাত্তা দিই না। হাসির কথায়, আগামী বিশ্বকাপেও ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ধোনি। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে খেলছেন ধোনি। বিশ্বকাপে ওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে,বিশেষ করে ওর উইকেটকিপিং ও ইনিংসের শেষের দিকে ব্যাটে ঝড় তোলার ক্ষমতার জন্য। হাসি বলেছেন, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়কে সম্পর্কে এভাবে সমালোচনা করা যায় না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















