Diwali 2023: দীপাবলির রাতে ধোনির বাড়িতে 'স্পেশ্যাল' অতিথি, ছবি শেয়ার করলেন সাক্ষী
Diwali 2023: ধোনি, সাক্ষী ও পন্থ প্রত্যেকেই পরেছিলেন এথনিক পোশাক।
রাঁচি: দেশের মাটিতে চলছে ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup)। ভারতীয় দল যে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। টানা ৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেমিফাইনালে রোহিত শর্মাদের সামনে নিউজ়িল্যান্ড (Ind vs NZ)। যাদের কাছে হেরে চার বছর আগে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।
ভারতের মাটিতে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিল, সেই ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়াই। আর সেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।
দেশের মাটিতে যখন বাইশ গজের বিশ্বযুদ্ধ চলছে, ধোনি তখন উৎসবের মেজাজে। রবিবার জমিয়ে দীপাবলি উদযাপন করলেন ক্যাপ্টেন কুল। রাঁচির রিং রোডের ধারে ফার্মহাউসে দীপাবলি উপলক্ষ্যে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ধোনি ও সাক্ষী। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ধোনির বন্ধু ও ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজন।
তবে দীপাবলির রাতে ধোনির বাড়িতে সবচেয়ে বড় চমক ছিল ঋষভ পন্থের (Rishabh Pant) উপস্থিতি। গত বছরের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন। তারপর থেকে মাঠের বাইরে পন্থ। ডান হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয়েছে। আপাতত ফিরে আসার লড়াই চালাচ্ছেন। কলকাতায় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন পন্থ। সেই শিবির সেরে পন্থ পৌঁছে গিয়েছিলেন রাঁচিতে। ধোনি পরিবারের সঙ্গেই দীপাবলি (Diwali) উদযাপন করলেন তিনি।
ধোনি, পন্থ প্রত্যেকেই পরেছিলেন এথনিক পোশাক। ঘিয়ে রংয়ের পাঞ্জাবি ও কালো পাজামা পরেছিলেন ধোনি। পায়ে স্নিকার্স। কপালে দীপাবলির পুজোর তিলক। সাক্ষী পরেছিলেন সাদা সালোয়ার কামিজ়। জুয়েলারি ও জুতোতেও সেই রংয়ের ছোঁওয়া। আর পন্থ পরেছিলেন গোলাপি শেডের প্রিন্টেড পাঞ্জাবি, সাদা পাজামা।
বাবা পান সিংহ ধোনি মা দেবকীর সঙ্গে খোশমেজাজে পাওয়া গেল জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে। গত আইপিএলে ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। তারপর থেকে অবশ্য ক্রিকেটের মূল স্রোতের বাইরে ক্যাপ্টেন কুল।
আগামী আইপিএলের আগে ফের হয়তো ক্রিকেটের বাইশ গজে দেখা যাবে মাহিকে। আপাতত স্ত্রী ও পরিবারের সঙ্গে ছুটির মেজাজে রয়েছে।
আরও পড়ুন: ব্যাটিং অর্ডারের চারে অপরিহার্য শ্রেয়স, বাইশ গজে শাসন দেখে বলছেন কেকেআর কোচ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন