এক্সপ্লোর
ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচ-ওয়ারিঙ্কা

নিউ ইয়র্ক: ইউ এস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। শেষ চারের ম্যাচে ফ্রান্সের গেল মঁফিসকে চার সেটের লড়াইয়ে হারান সার্বিয়ার টেনিস তারকা। বিশ্বের এক নম্বর জোকোভিচ ফাইনালে মুখোমুখি হবেন সুইৎজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার। সেমিফাইনালে ওয়ারিঙ্কা হারিয়ে দিয়েছেন জাপানের কেই নিশিকোরিকে।
গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যেই ফাইনালে খেলতে নামবেন। ওয়ারিঙ্কার বিরুদ্ধে তাঁর জয়ের রেকর্ড ১৯-৪। সেই রেকর্ড আরও উজ্জ্বল করার লক্ষ্যেই খেলতে নামবেন সার্বিয়ান তারকা। তবে ওয়ারিঙ্কাও তৈরি। ফলে ফাইনালে এক জমজমাট লড়াই দেখায় আশায় টেনিসপ্রেমীরা।
গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যেই ফাইনালে খেলতে নামবেন। ওয়ারিঙ্কার বিরুদ্ধে তাঁর জয়ের রেকর্ড ১৯-৪। সেই রেকর্ড আরও উজ্জ্বল করার লক্ষ্যেই খেলতে নামবেন সার্বিয়ান তারকা। তবে ওয়ারিঙ্কাও তৈরি। ফলে ফাইনালে এক জমজমাট লড়াই দেখায় আশায় টেনিসপ্রেমীরা। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















