এক্সপ্লোর
Advertisement
ধোনি-কেদারের যুগলবন্দিতে প্রথম একদিনের ম্যাচে অনায়াস জয় ভারতের
হায়দরাবাদ: ফের বুড়ো হাড়ে ভেলকি দেখালেন মহেন্দ্র সিংহ ধোনি। কেদার যাদবও অসাধারণ ব্যাটিং করলেন। এই দুই ব্যাটসম্যানের জুটিতে যোগ হল ১৪১ রান। কেদার অপরাজিত থাকলেন ৮১ রানে। ধোনি করলেন অপরাজিত ৫৯ রান। এই জুটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলকে জেতাল। ২৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, শেষপর্যন্ত ৬ উইকেটে জয় পেল ভারত।
MS Dhoni finishes it off in style.
Kedar Jadhav (81*) and MS Dhoni (59*) hit half-centuries as #TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the 5 match ODI series #INDvAUS pic.twitter.com/HHA7FfEDjZ
— BCCI (@BCCI) March 2, 2019
টি-২০ সিরিজে ০-২ হারের পর একদিনের সিরিজের শুরুটা ভাল করার জন্য মরিয়া ছিল বিরাট কোহলির দল। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবের দাপুটে বোলিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৬ রানেই থেমে যায় অস্ট্রেলিয়া। শামি, বুমরাহ ও কুলদীপ দু’টি করে উইকেট নেন। কেদার ব্যাটের মতো বল হাতেও সাফল্য পান। তিনি একটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন উসমান খোয়াজা।
100-run partnership between @JadhavKedar & @msdhoni ????????#INDvAUS pic.twitter.com/AqYhv8U9Qz
— BCCI (@BCCI) March 2, 2019
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাথান কুল্টার-নাইলের শিকার হন শিখর ধবন (০)। এরপর রোহিত শর্মা (৩৭) ও বিরাট (৪৪) পাল্টা লড়াই শুরু করেন। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পরেই চাপে পড়ে যায় দল। অম্বাতি রায়াডু (১৩) বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে ধোনি ও কেদারের অপরাজিত জুটি ভারতীয় দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement