(Source: ECI/ABP News/ABP Majha)
Dona Ganguly fake FB page: সৌরভ, ডোনা, সানার ভুয়ো ফেসবুক পেজ সরাল লালবাজার
সৌরভ, ডোনা ও সানা গঙ্গোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক পেজ খুলে একের পর এক পোস্ট করা হচ্ছিল| যা রুখতে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল| মঙ্গলবার এবিপি আনন্দে সেই খবর প্রথম প্রকাশিত হতেই হইচই শুরু হয়| লালবাজারের ভূমিকা নিয়ে সৌরভ ঘনিষ্ঠ কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন| বলা হয়, অভিযোগ পেয়েও কোনও পদক্ষেপ করেনি লালবাজার| অবশেষে নড়েচড়ে বসেছে পুলিশ| সৌরভ, ডোনা ও সানার নামে খোলা ফেসবুক পেজ বুধবার বন্ধ করে দিচ্ছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ|
কলকাতা: সৌরভ, ডোনা ও সানা গঙ্গোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক পেজ খুলে একের পর এক পোস্ট করা হচ্ছিল| যা রুখতে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল| মঙ্গলবার এবিপি আনন্দে সেই খবর প্রথম প্রকাশিত হতেই হইচই শুরু হয়| লালবাজারের ভূমিকা নিয়ে সৌরভ ঘনিষ্ঠ কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন| বলা হয়, অভিযোগ পেয়েও কোনও পদক্ষেপ করেনি লালবাজার| অবশেষে নড়েচড়ে বসেছে পুলিশ| সৌরভ, ডোনা ও সানার নামে খোলা ফেসবুক পেজ বুধবার বন্ধ করে দিচ্ছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ|
বুধবার সন্ধ্যায় সৌরভের সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য এবিপি আনন্দকে বললেন, 'লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের অফিসার ইন্দ্রনীল ঘোষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন| তিনটি ভুয়ো পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে|'
সম্প্রতি গঙ্গোপাধ্যায় পরিবার ও ঘনিষ্ঠদের অনেকেই লক্ষ্য করেন যে, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। যে পেজ থেকে সারাদিন একের পর এক পোস্ট করা হচ্ছে। এবং সেই সমস্ত পোস্টের সঙ্গে ডোনার কোনও সম্পর্ক থাকার কথাই নয়। কিছু পোস্ট আপত্তিকরও। যা দেখে সকলে নড়েচড়ে বসেন। ডোনা পরিবার ও বন্ধুদের জানান যে, ওই পেজটি তাঁর নয়। তারপরই ভুয়ো পেজটির বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এবিপি আনন্দকে ডোনা জানান, তাঁর নামে ফেসবুকে ভুয়ো পেজ খোলা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক সার্ফ করে দেখা যায়, যে পেজটির বিরুদ্ধে অভিযোগ, সেটির ফলোয়ার নেহাত কম নয়। ৭৭ হাজার ১৩৪ জন পেজটিকে লাইক করেন। ফলো করেন ৭৮ হাজার ২৬৯ জন।
এর আগে সৌরভ ও সানার নামেও ভুয়ো ফেসবুক পেজ খোলা হয়েছিল। সেই দুই অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্টও করা হতো। তারপর সৌরভ-ঘরণি তথা নামী ওড়িশি নৃত্যশিল্পী ডোনার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ ওঠে। যা নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেন ডোনা| শেষ পর্যন্ত পুলিশ পদক্ষেপ করায় বেহালার বীরেন রায় রোডের বাড়িতে স্বস্তি|