এক্সপ্লোর
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি
আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা।

জোহানেসবার্গ: এ বছরের অক্টোবরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক থাকবেন ফাফ দু প্লেসি। তবে তিনি একদিনের ও টি-২০ ফর্ম্যাটে অধিনায়কের পদে না-ও থাকতে পারেন। আজ এমনই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ডিরেক্টর অফ ক্রিকেট কোরি ভ্যান জিল। তিনি আরও জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা তৈরি করতে চাইছেন। এ বিষয়ে কোচ ওটিস গিবসন ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করবেন। আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে দু’দল তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। তারপর ২ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দু প্লেসিকে যদি টি-২০ সিরিজে অধিনায়ক না করা হয়, তাহলে তাঁর বদলে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















