Vicky Kaushal On Derby: ডুরান্ড কাপ দেখতে এসেছি বলে বাবা খুব খুশি, প্রথমবার ফুটবল মাঠে এসে বললেন ভিকি
Durand Cup 2023: শনিবারের বারবেলায় দমদম বিমানবন্দর থেকে সেনাবাহিনির কর্ডনের মধ্যে দিয়ে তাঁকে বেরিয়ে আসতে দেখেই অনেকে চমকে উঠেছিলেন।
কলকাতা: শনিবারের বারবেলায় দমদম বিমানবন্দর থেকে সেনাবাহিনির কর্ডনের মধ্যে দিয়ে তাঁকে বেরিয়ে আসতে দেখেই অনেকে চমকে উঠেছিলেন।
পর্দার সার্জিকাল স্ট্রাইকের নায়ক কলকাতায় কী করছেন?
কারণটা জানা গেল খানিক পরেই। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ডার্বি দেখতে শহরে এসেছেন তিনি। ভিকি কৌশল (Vicky Kaushal)। যাঁর অভিনীত সিনেমা উরি হইচই ফেলে দিয়েছিল। শনিবার বিকেলে কানায় কানায় ভরা যুবভারতী স্টেডিয়ামে বসে ডার্বির স্বাদ উপভোগ করলেন ভিকি।
ম্যাচের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে তিনি বললেন, 'প্রথমবার ফুটবল মাঠে এলাম আমি। খুব সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। এর আগে কোনও ফুটবল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখিনি। এশিয়ার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট ডুরান্ড কাপ। বিশ্বের তৃতীয় সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। আমি রোমাঞ্চিত।'
কথা বলার ফাঁকে একবার তাল কাটল। কারণ, সম্প্রচারকারী চ্যানেলের মাইক্রোফোন আচমকা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারপর মাইক বদলে ভিকি বললেন, 'ডুরান্ড কাপের সঙ্গে জড়িত হলাম বলে আমার বাবা খুব খুশি। কলেজ জীবন থেকে উনি ডুরান্ড কাপ দেখেন। আমাকে বললেন, দারুণ গর্বের ব্যাপার। আমি সেনাবাহিনি থেকে আমন্ত্রণ পেয়ে ফেরাতে পারিনি।'
The lineups are ready. ⚽
— Durand Cup (@thedurandcup) August 12, 2023
Get ready to witness a football extravaganza. 🏆#IndianOilDurandCup #DurandCup2023 #132ndEditionofDurandCup #DurandCupPoweredByCoalIndiaLtd #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #MBSGEEBFC pic.twitter.com/c1Cy1ZFOMR
মুক্তির অপেক্ষায় ভিকি কৌশলের নতুন ছবি 'স্যাম বাহাদুর'। ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ, ভারতের প্রথম যুদ্ধ নায়ক ও প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁরই গল্প বলবে এই ছবি। 'স্যাম বাহাদুর' ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। সঙ্গে থাকবেন সানিয়া মলহোত্র (Sanya Malhotra) ও ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। সেনাবাহিনীর আমন্ত্রণে কলকাতায় এসে যখন মাঠে ছবি তুলছেন অভিনেতা, তখন ধারাভাষ্যে শোনা গেল অভিনেতার নতুন ছবির কথা। পরে সিনেমার একটি গান নিয়েও মুগ্ধতার কথা শোনালেন ভিকি। বললেন, 'অমিতাভ ভট্টাচার্যের লেখা ও অরিজিতের গাওয়া দুর্দান্ত গান।'
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন